Ajker Patrika

বিল নিয়ে কথা-কাটাকাটি, প্রকৌশলীকে যুবলীগ নেতার থাপ্পড়

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২২, ২২: ২৯
বিল নিয়ে কথা-কাটাকাটি, প্রকৌশলীকে যুবলীগ নেতার থাপ্পড়

লালমনিরহাটের হাতীবান্ধায় এক সহকারী মাঠ প্রকৌশলীকে গালাগাল ও চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে যুবলীগের নেতা শহিদুল ইসলাম সেলিমের বিরুদ্ধে। সহকারী মাঠ প্রকৌশলীর নাম এস এম হাদিউজ্জামান আশিক। হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী অফিসের প্রভাতি শাখায় সহকারী মাঠ প্রকৌশলী তিনি। অভিযুক্ত শহিদুল ইসলাম সেলিম সিন্দুর্না ইউনিয়ন যুবলীগের সভাপতি। এ ছাড়া তিনি একজন ঠিকাদার। 

এ ঘটনায় গতকাল সোমবার রাতে সেলিমের নামে থানায় একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই প্রকৌশলী। এরপর প্রকৌশলীকে অভিযোগটি তুলে নিতে যুবলীগের নেতার ক্যাডার বাহিনী প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ তোলেন ভুক্তভোগী। 

গত রোববার অফিস চলাকালীন উপজেলা প্রকৌশলীর অফিসে মারধরের এই ঘটনা ঘটেছে। 

জানা গেছে, রোববার উপজেলা ইঞ্জিনিয়ারের অফিসে ঠিকাদারি একটি কাজের বিলের বিষয়ে কথা বলতে যান যুবলীগের নেতা সেলিম। এ সময় বিলের কাগজ নিয়ে আশিক ও সেলিমের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সেলিম ক্ষিপ্ত হয়ে আশিককে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। এরপর আশিককে চড়-থাপ্পড় ও মারধরও করেন যুবলীগের ওই নেতা। এ অবস্থায় অফিসের লোকজন ছুটে এসে আশিককে উদ্ধার করেন। 

যুবলীগ নেতা শহিদুল ইসলাম সেলিমএ বিষয়ে ভুক্তভোগী এস এম হাদিউজ্জামান আশিক বলেন, ‘কোনো কারণ ছাড়াই সেলিম আমাকে চড়-থাপ্পড় মারে। আমি থানায় লিখিত অভিযোগ করেছি। এর সঠিক বিচার চাই।’ 

মারধরের বিষয় অস্বীকার করে সেলিম বলেন, ‘তাকে আমি কোনো মারধর করি নাই। সে আমার সঙ্গে বেয়াদবি ও খারাপ আচরণ করেছে তাই তাকে একটু রাগ দেখানো হয়েছে। এ ছাড়া আমি আর কোনো অপরাধ করি নাই।’ 

উপজেলা প্রকৌশল কর্মকর্তা নজির হোসেন বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। আশিক থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী।’ 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করার জন্য এক পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত