নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলায় স্বামীর নির্যাতনে স্ত্রী কবিতা রানি শর্মার (৩৫) মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চিলাই নাপিতপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে থানায় হত্যা মামলা হওয়ার পর স্বামী সুবাস চন্দ্র শীলকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, ২০০২ সালে ডোমারের চিলাই নাপিতপাড়া গ্রামের সুবাস চন্দ্র শীলের সঙ্গে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ফুলতলা গ্রামের মৃত বীরেন শর্মার মেয়ে কবিতা রানি শর্মার বিয়ে হয়। তাদের সংসারে জীবন চন্দ্রশীল নামে ১৩ বছরের এক ছেলে সন্তান রয়েছে।
নিহতের ভাই সনাতন শর্মার (২২) অভিযোগ, ‘‘বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে ভগ্নিপতি সুবাস চন্দ্র শীল আমার বোন কবিতাকে প্রায় সময়ে মারপিট করতেন। গতকাল বৃহস্পতিবার আবারও আমাদের কাছে যৌতুকের ৫০ হাজার টাকা দাবি করেন। আমাদের পরিবার থেকে ওই টাকা দিতে অপারগতা জানাই। অবশেষে বোন কবিতা একটি এনজিও থেকে ৩৫ হাজার টাকা ঋণ করে দিতে চায়। কিন্তু সুবাসের দাবি ৫০ হাজার টাকা।
‘এরপর বেলা ১১টার দিকে গলা টিপে ধরে আমার বোনকে কিল-ঘুষিসহ বেদম মারপিট করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুরুতর অসুস্থ হলে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে শুক্রবার দুপুরে ডোমার থানায় মামলা করেছি।’
ডোমার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুম আহমেদ বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে জেনেছি সুবাস তার স্ত্রীকে একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ তুলতে বললে তার স্ত্রী ৩৫ হাজার টাকার বেশি নিতে অপারগতা জানায়। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। বৃহস্পতিবার সকালে এ নিয়ে স্ত্রীকে মারধর করে সুবাস। সন্ধ্যার দিকে কবিতা রানি ঘরের মধ্যে ছটফট করতে থাকলে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সুবাসের পরিবার দাবি করেছে কবিতা বিষ পানে আত্মহত্যা করেছেন।’
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ উন নবী বলেন, গৃহবধূর মৃত্যুর পর দেবীগঞ্জ এলাকা থেকে রাতে সুবাসকে আটক করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই সনাতন শর্মা বাদী হয়ে শুক্রবার দুপুরে ডোমার থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় নিহতের স্বামী সুবাস চন্দ্র শীলকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
নীলফামারীর ডোমার উপজেলায় স্বামীর নির্যাতনে স্ত্রী কবিতা রানি শর্মার (৩৫) মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চিলাই নাপিতপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে থানায় হত্যা মামলা হওয়ার পর স্বামী সুবাস চন্দ্র শীলকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, ২০০২ সালে ডোমারের চিলাই নাপিতপাড়া গ্রামের সুবাস চন্দ্র শীলের সঙ্গে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ফুলতলা গ্রামের মৃত বীরেন শর্মার মেয়ে কবিতা রানি শর্মার বিয়ে হয়। তাদের সংসারে জীবন চন্দ্রশীল নামে ১৩ বছরের এক ছেলে সন্তান রয়েছে।
নিহতের ভাই সনাতন শর্মার (২২) অভিযোগ, ‘‘বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে ভগ্নিপতি সুবাস চন্দ্র শীল আমার বোন কবিতাকে প্রায় সময়ে মারপিট করতেন। গতকাল বৃহস্পতিবার আবারও আমাদের কাছে যৌতুকের ৫০ হাজার টাকা দাবি করেন। আমাদের পরিবার থেকে ওই টাকা দিতে অপারগতা জানাই। অবশেষে বোন কবিতা একটি এনজিও থেকে ৩৫ হাজার টাকা ঋণ করে দিতে চায়। কিন্তু সুবাসের দাবি ৫০ হাজার টাকা।
‘এরপর বেলা ১১টার দিকে গলা টিপে ধরে আমার বোনকে কিল-ঘুষিসহ বেদম মারপিট করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুরুতর অসুস্থ হলে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে শুক্রবার দুপুরে ডোমার থানায় মামলা করেছি।’
ডোমার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুম আহমেদ বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে জেনেছি সুবাস তার স্ত্রীকে একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ তুলতে বললে তার স্ত্রী ৩৫ হাজার টাকার বেশি নিতে অপারগতা জানায়। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। বৃহস্পতিবার সকালে এ নিয়ে স্ত্রীকে মারধর করে সুবাস। সন্ধ্যার দিকে কবিতা রানি ঘরের মধ্যে ছটফট করতে থাকলে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সুবাসের পরিবার দাবি করেছে কবিতা বিষ পানে আত্মহত্যা করেছেন।’
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ উন নবী বলেন, গৃহবধূর মৃত্যুর পর দেবীগঞ্জ এলাকা থেকে রাতে সুবাসকে আটক করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই সনাতন শর্মা বাদী হয়ে শুক্রবার দুপুরে ডোমার থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় নিহতের স্বামী সুবাস চন্দ্র শীলকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
৩ মিনিট আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগে