Ajker Patrika

কুড়িগ্রামের চিলমারীতে ঠান্ডায় কাবু নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১২: ১৯
কুড়িগ্রামের চিলমারীতে ঠান্ডায় কাবু নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ

কুড়িগ্রামের চিলমারীতে ঘন কুয়াশার ও প্রচণ্ড ঠান্ডায় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ পড়েছে বিপাকে। রাতে বৃষ্টির ফোঁটার মতো পড়ছে কুয়াশা। আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। ফলে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে মানুষ। 

আজ মঙ্গলবার সকাল ৭টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেন কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার। 

এদিকে রাত ও দিনের তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় দুপুর পর্যন্ত ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। এ অবস্থায় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে সময়মতো কাজে বের হতে পারছেন না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য কিছুটা উত্তাপ ছড়ালেও বিকেল হতেই তাপমাত্রা আবারও নিম্নগামী হতে থাকে।  

চিলমারী ইউনিয়নের করাইবরিশাল এলাকার জহির আলী (৫০) বলেন, ‘ঠান্ডায় আমার অবস্থা শেষ। হাতে টাকা-পয়সা নাই, শীতের কাপড় কিনতে পারছি না।’ 

রমনা মডেল ইউনিয়ন শরিফের হাট এলাকার জয়নাল মিয়া (৪০) বলেন, আজ খুব কুয়াশা, সেই সঙ্গে ঠান্ডা পড়েছে। হাত-পা যেন জমে বরফ হয়ে যাচ্ছে। মাঠে কাজ করার জন্য যেতে পারছি না। বাতাসে কাবু করে ফেলছে।’

চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, ‘বেশ কিছুদিন আগে প্রশাসনের পক্ষ থেকে ৩০০ কম্বল দিয়েছিল। তা মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। আমার ইউনিয়নে তা অতি সামান্য।’ 
 
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘এ রকম তাপমাত্রা আরও কয়েক দিন থাকবে। তবে এ মাসের মধ্যে আরও একটি শৈত্যপ্রবাহ এই জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত