Ajker Patrika

পাল্টাপাল্টি অভিযোগে শেষ হলো প্রচারণা, ইভিএমে পার্বতীপুর পৌরসভার নির্বাচন বুধবার

দিনাজপুর প্রতিনিধি
পাল্টাপাল্টি অভিযোগে শেষ হলো প্রচারণা, ইভিএমে পার্বতীপুর পৌরসভার নির্বাচন বুধবার

অভিযোগ-আর পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। দীর্ঘ এক যুগ অপেক্ষার পর আগামীকাল বুধবার (২ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে পার্বতীপুর পৌরসভা নির্বাচন। সীমানা জটিলতা নিয়ে মামলার কারণে ১২ বছর বন্ধ ছিল এ পৌরসভার নির্বাচন কার্যক্রম।

এদিকে নির্বাচনকে সফল করতে প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসি টিভি ক্যামেরা। মাঠ পর্যায়ে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছেন।

মোতায়েন করা হয়েছে র‍্যাব, বিজিবি, পুলিশসহ আনসার বাহিনীর সদস্যদের। প্রতি কেন্দ্রে নিয়োজিত রয়েছেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬২জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এদের মধ্যে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক মেয়র এজেডএম মেনহাজুল হক। তিনি খেজুরগাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

অপরদিকে ৯টি ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪২জন রয়েছেন। তবে, ভোটাররা বলছেন সন্ত্রাস ও কালো টাকা দিয়ে তারা প্রভাবিত হবেন না। তারা এলাকার উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন।

পৌরসভার বাবুপাড়া এলাকার তরুণ ভোটার জহুরাতুন নেছা বলেন, ‘এবারই প্রথম ইভিএম এ ভোট দেব। এলাকার উন্নয়নে যোগ্য প্রার্থী দেখেই ভোট দেব।’ 

ইসলামপুর এলাকার ভোটার মোস্তাকিম সরকার বলেন, ‘শুনেছি মেশিনত ভোট হবে। কখনো এইভাবে ভোট দেই নাই। ভোট যোগ্য প্রার্থীকেই ভোট দেব।’ 

এদিকে মেয়র পদে অংশ নেওয়া দুই প্রার্থীই একে অপরের বিরুদ্ধে নির্বাচনী সহিংসতা ও কালো টাকা ব্যবহারের অভিযোগ তুলে আসছিলেন। নানা উদ্বেগ আর উৎকণ্ঠা সত্ত্বেও নির্বাচনী প্রচারণা সোমবার মধ্যরাতে শেষ হয়েছে। সব পেরিয়ে কে হবেন আগামীর কর্ণধার তা জানতে এখন অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এজেডএম মেনহাজুল হক জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে শুরু থেকেই তিনি নানা চড়াই–উতরাই পার করে এ পর্যন্ত এসেছেন। ভোটাররা কেন্দ্রে আসতে পারলে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। শুধু তাই নয় পূর্বের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে সকলের কাছে দোয়া ও ভোট চেয়েছেন তিনি।

এই স্বতন্ত্র প্রার্থী বলেন, ‘জনগণ আমাকে পুনরায় মেয়র নির্বাচিত করতে চায়। নির্বাচন ভালোভাবে হলে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার আশাবাদী।’ 

সীমানা জটিলতা নিয়ে মামলার কারণে ১২ বছর বন্ধ ছিল এ পৌরসভার নির্বাচন কার্যক্রমএদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আমজাদ হোসেন বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী এজেডএম মেনহাজুল হক ১৭ বছর পৌরসভা চালিয়েছেন। কিন্তু জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী পৌরসভার কোনো উন্নয়ন করতে পারেননি। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর মনোনীত প্রার্থী হিসেবে এলাকার উন্নয়নে জনগণ আমাকেই নির্বাচিত করবে।’ 

দিনাজপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও পার্বতীপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক বলেন, ‘পার্বতীপুর পৌরসভা নির্বাচন এবারে প্রথমবারের মতো ইভিএমএ হচ্ছে। ৩৩ হাজার ৩৯৯জন ভোটার ১৩টি কেন্দ্রে তাদের ভোট প্রয়োগের সুযোগ পাবেন। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে প্রতিটি কেন্দ্রে। ১৩টি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন। এ ছাড়াও পর্যাপ্ত সংখ্যক পুলিশ, বিজিবি, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন। নির্বাচন কর্মকর্তারা টহল দিচ্ছেন কেন্দ্র গুলোতে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত