Ajker Patrika

চিরিরবন্দরে আজকের পত্রিকার প্রতিনিধির ওপর দুর্বৃত্তদের হামলা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১২: ১৮
চিরিরবন্দরে আজকের পত্রিকার প্রতিনিধির ওপর দুর্বৃত্তদের হামলা

দিনাজপুরের চিরিরবন্দরে আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. মানিক হোসেনের ওপর হামলা করেছে একদল দুর্বৃত্ত। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আজ মঙ্গলবার বিকেলে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, ‘এ বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি। দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে চেষ্টা চলছে।’

অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিকতার পাশাপাশি মো. মানিক হোসেন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। গত ৮ জানুয়ারি ‘প্রসূতির পেটে তোয়ালে রেখে সেলাই, ২৪ দিন পর অপসারণ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের জেরে আজ বিকেলে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাঁরা দোকান থেকে নগদ প্রায় ১ লাখ টাকা নিয়ে যায়। 

জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলাকারীদের মধ্যে মুন্সিপাড়ার বাসিন্দা মোস্তাক হোসেন (৪২), মেহেদী হাসান (২৫), মিস্টার হোসেন (৩৮), মেরিনা খাতুনসহ (৩৪) অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনের কথা অভিযোগে উল্লেখ করেন মানিক হোসেন। 

আহত মো. মানিক হোসেন বলেন, ‘তাঁরা হত্যার উদ্দেশ্যেই দেশীয় অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে। এই সন্ত্রাসী ও মাদকসেবীদের আতঙ্কে আমি পরিবার নিয়ে ঝুঁকিতে আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত