দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট সেজে সরকারি চাকরি দেওয়ার নামে মানুষের কাছ থেকে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীসহ দুজনকে আটক করেছে কোতোয়ালি থানা-পুলিশ। গতকাল বুধবার দিনাজপুর সদরের আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙা থেকে তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন ইসরাত জাহান তিষা ও মো. শাহাদত হোসেন।
আজ বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন।
সংবাদ সম্মেলনে শেখ জিন্নাহ আল মামুন বলেন, আল আমিন নামে চাকরিপ্রত্যাশী এক যুবক বিভিন্ন ধাপে দেড় লাখ টাকা দিয়ে একপর্যায়ে প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন। পরে এলাকাবাসীর সহায়তায় এই দুজনকে আটক করে ৯৯৯-এ ফোন দিলে ঘুঘুডাঙা থেকে তাঁদের আটক করে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানিয়ে ডিসি অফিসের গাড়িচালকসহ বিভিন্ন পদে চাকরি দেওয়ার জন্য শাহাদত হোসেনের সহযোগিতায় চাকরিপ্রত্যাশীদের টার্গেট করে সাতজনের কাছ থেকে ৮ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেন তিনি। ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে ইসরাত জাহানের বিরুদ্ধে।
শেখ জিন্নাহ আল মামুন আরও বলেন, গত বছরের ১৬ জানুয়ারি ইসরাত জাহান দিনাজপুর জেলা প্রশাসকের স্বাক্ষর স্ক্যান করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগে কথিত স্বামীসহ আটক হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা রয়েছে।
দিনাজপুরে ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট সেজে সরকারি চাকরি দেওয়ার নামে মানুষের কাছ থেকে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীসহ দুজনকে আটক করেছে কোতোয়ালি থানা-পুলিশ। গতকাল বুধবার দিনাজপুর সদরের আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙা থেকে তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন ইসরাত জাহান তিষা ও মো. শাহাদত হোসেন।
আজ বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন।
সংবাদ সম্মেলনে শেখ জিন্নাহ আল মামুন বলেন, আল আমিন নামে চাকরিপ্রত্যাশী এক যুবক বিভিন্ন ধাপে দেড় লাখ টাকা দিয়ে একপর্যায়ে প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন। পরে এলাকাবাসীর সহায়তায় এই দুজনকে আটক করে ৯৯৯-এ ফোন দিলে ঘুঘুডাঙা থেকে তাঁদের আটক করে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানিয়ে ডিসি অফিসের গাড়িচালকসহ বিভিন্ন পদে চাকরি দেওয়ার জন্য শাহাদত হোসেনের সহযোগিতায় চাকরিপ্রত্যাশীদের টার্গেট করে সাতজনের কাছ থেকে ৮ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেন তিনি। ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে ইসরাত জাহানের বিরুদ্ধে।
শেখ জিন্নাহ আল মামুন আরও বলেন, গত বছরের ১৬ জানুয়ারি ইসরাত জাহান দিনাজপুর জেলা প্রশাসকের স্বাক্ষর স্ক্যান করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগে কথিত স্বামীসহ আটক হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা রয়েছে।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের মাটি ব্যবসায়ী আব্দুল মতিন ওরফে মাটি মতিনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সদস্য আব্দুর রহীম পাটোয়ারীর বিরুদ্ধে।
২৫ মিনিট আগেমুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অর্ধশত দোকান। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ বাজারে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বাজারের মূল অংশে।
৩০ মিনিট আগেচেক জালিয়াতির মামলায় হাজির না হওয়ায় আসামি মোসলেম উদ্দিনের অনুপস্থিতিতেই রায় দিয়েছিলেন আদালত। দোষী সাব্যস্ত করে তাঁকে দেওয়া হয়েছিল এক বছরের কারাদণ্ড। পাশাপাশি জরিমানা করা হয় ৬০ লাখ টাকা। এ দণ্ড মাথায় নিয়েই সাত বছর লাপাত্তা ছিলেন তিনি।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে বাস ও ট্রাকের অন্তত ১৫ জন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে