খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ৩০ কেজির ৩৪ বস্তা চাল দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন ইউপি (ইউপি) থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের (পিআইও) কর্মকর্তা। নির্দেশনা অনুযায়ী দুস্থ ও অসহায় তালিকাভুক্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ঈদের আগেই বিতরণের কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের অবহেলায় তা সম্ভব হয়নি। বিষয়টি প্রচার হওয়ার পরেই ফেসবুকে শুরু হয় আলোচনা-সমালোচনা।
রোববার রাত ৯টার দিকে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের হলরুম থেকে চাল উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদা আক্তার মুঠোফোনে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ওই ইউনিয়নের দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও ঈদের আগে তালিকাভুক্ত সকল পরিবারের মাঝে বিতরণ করা হয়নি। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নির্দেশে চাল উদ্ধার করে উপজেলার পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী সুশীতল গোবিন্দ দেব। পরে এই চাল ইউনিয়ন পরিষদের সচিবের জিম্মায় রাখা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইউপি সদস্য জানান, ইউনিয়ন পরিষদে চাল থাকার বিষয়টি তাঁরাও অবগত নয়।
টংগুয়া বাজারের এক যুবক বলেন, প্রধানমন্ত্রী গরিব মানুষের জন্য বিনা মূল্যে চাল বিতরণ দিয়েছেন আর সেই চাল চেয়ারম্যান রেখে দিয়েছে। এটা গরিব মানুষের পেটে লাথি দিয়ে সরকারের ইমেজ নষ্ট করা। আমরা এর বিচার চাই।
চাল উদ্ধারের বিষয়ে জানতে চাইলে ইউএনও রাশিদা আক্তার বলেন, ভেড়ভেরী ইউনিয়নের ভিজিএফের চাল বিতরণ না করে ইউনিয়ন পরিষদে রাখার অভিযোগ পেয়ে পরিষদ ভবনের হলরুম থেকে ৩৪ বস্তা ভিজিএফের চাল উদ্ধার হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, নির্ধারিত সময়ে তালিকাভুক্ত লোক না আসায় চাল বিতরণ করা হয় নাই। এখানে আত্মসাৎ করার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।
প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ৩০ কেজির ৩৪ বস্তা চাল দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন ইউপি (ইউপি) থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের (পিআইও) কর্মকর্তা। নির্দেশনা অনুযায়ী দুস্থ ও অসহায় তালিকাভুক্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ঈদের আগেই বিতরণের কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের অবহেলায় তা সম্ভব হয়নি। বিষয়টি প্রচার হওয়ার পরেই ফেসবুকে শুরু হয় আলোচনা-সমালোচনা।
রোববার রাত ৯টার দিকে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের হলরুম থেকে চাল উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদা আক্তার মুঠোফোনে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ওই ইউনিয়নের দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও ঈদের আগে তালিকাভুক্ত সকল পরিবারের মাঝে বিতরণ করা হয়নি। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নির্দেশে চাল উদ্ধার করে উপজেলার পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী সুশীতল গোবিন্দ দেব। পরে এই চাল ইউনিয়ন পরিষদের সচিবের জিম্মায় রাখা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইউপি সদস্য জানান, ইউনিয়ন পরিষদে চাল থাকার বিষয়টি তাঁরাও অবগত নয়।
টংগুয়া বাজারের এক যুবক বলেন, প্রধানমন্ত্রী গরিব মানুষের জন্য বিনা মূল্যে চাল বিতরণ দিয়েছেন আর সেই চাল চেয়ারম্যান রেখে দিয়েছে। এটা গরিব মানুষের পেটে লাথি দিয়ে সরকারের ইমেজ নষ্ট করা। আমরা এর বিচার চাই।
চাল উদ্ধারের বিষয়ে জানতে চাইলে ইউএনও রাশিদা আক্তার বলেন, ভেড়ভেরী ইউনিয়নের ভিজিএফের চাল বিতরণ না করে ইউনিয়ন পরিষদে রাখার অভিযোগ পেয়ে পরিষদ ভবনের হলরুম থেকে ৩৪ বস্তা ভিজিএফের চাল উদ্ধার হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, নির্ধারিত সময়ে তালিকাভুক্ত লোক না আসায় চাল বিতরণ করা হয় নাই। এখানে আত্মসাৎ করার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক কলেজ শিক্ষার্থীকে মারধোর ও চাঁদা দাবির অভিযোগে তিন পুলিশসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম (১৯) গতকাল বৃহস্পতিবার উল্লাপাড়া আমলী আদালতে মামলাটি দায়ের করেন।
১৫ মিনিট আগেঅভিনেত্রী শমী কায়সার দুই হত্যাচেষ্টা মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে আসা এক নারীকে পুলিশ বাধা দিয়েছে। পুলিশের বাধার পর উপস্থিত উত্তেজিত জনতা ধাওয়া দিলে তিনি দ্রুত একটি রিকশায় চড়ে সরে পড়েন। ওই নারী নিজেকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেছেন।
১ ঘণ্টা আগেরাজশাহীর পবা উপজেলায় দুই সন্তানসহ এক দম্পতির লাশ পাওয়া গেছে। পারিলা ইউনিয়নের বামনশিকড় এলাকায় এ ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাত থেকে আজ শুক্রবার ভোরের মধ্যে যেকোনো সময় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মতিহার থানার ওসি আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে