Ajker Patrika

পরকিয়ার জেরে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের মৃত্যুদণ্ড

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩০
পরকিয়ার জেরে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের মৃত্যুদণ্ড

গাইবান্ধার পলাশবাড়ীতে পরকিয়ার জেরে ছোট ভাই শাওনকে (২৮) কুপিয়ে হত্যার দায়ে বড় ভাই তানজির আহমেদকে (৩৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাইবান্ধার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তানজির আহমেদ পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের সাবু মিয়ার ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, তানজির আহমেদের স্ত্রীর সঙ্গে তাঁর ছোট ভাই সাগর আহমেদ শাওনের সম্পর্ক গড়ে ওঠে। এর জের ধরে ২০২০ সালের ৬ জানুয়ারি রাত সাড়ে ৯টায় বড় ভাই তানজির ছোট ভাই শাওনকে জরুরি কথা বলার জন্য ডেকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে বায়োগ্যাস প্লান্টে ফেলে রাখেন। 

পরদিন ৭ জানুয়ারি বড় ভাই বেনজীর আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই দিন বাড়ির সামনের বায়োগ্যাস প্লান্ট থেকে মরদেহ উদ্ধার করলে সন্দেহভাজন হিসেবে তানজির আহম্মেদকে আটক করে পুলিশ। পরে ভাই হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তানজির। 

বিষয়টি নিশ্চিত করে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্স জানান, মামলার তদন্ত শেষে পুলিশ তানজির আহমেদের নামে আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে দোষ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত