Ajker Patrika

নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেলে ক্ষমতা ছেড়ে দেবে আ.লীগ: সমাজকল্যাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ৪৮
নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেলে ক্ষমতা ছেড়ে দেবে আ.লীগ: সমাজকল্যাণমন্ত্রী

বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে ক্ষমতা ছেড়ে দেবে আওয়ামী লীগ। 

আজ শনিবার দুপুরে লালমনিরহাট সরকারি কলেজ অডিটরিয়ামে ইউসিবি ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘দেশের মানুষকে হত্যা করে, উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করে, সংবিধানকে না মেনে যা খুশি করবেন, দেশের জনগণ তা মেনে নেবে না। তাই নির্বাচনে আসুন জনপ্রিয়তাকে যাচাই করুন। স্বাধীনতাবিরোধীরা দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে তাদের প্রতিহত করার জন্য দেশের মানুষ প্রস্তুত আছে।’ 

নুরুজ্জামান বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, দেশকে যারা আবারও পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে চায়, সেই কুচক্রী মহলের আশা কোনো দিনও পূরণ হবে না।

লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, ইউসিবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহ আলম ভূঁইয়া, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এ টি এম তাহমিদুজ্জামান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত