Ajker Patrika

রংপুর বেতারে দুদকের অভিযান, মিলেছে দুর্নীতির প্রমাণ

রংপুর প্রতিনিধি
গণমাধ্যমে বক্তব্য দিচ্ছেন দুদকের রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক হোসেন শরীফ। ছবি: আজকের পত্রিকা
গণমাধ্যমে বক্তব্য দিচ্ছেন দুদকের রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক হোসেন শরীফ। ছবি: আজকের পত্রিকা

রংপুর বেতারে আঞ্চলিক কার্যালয়ে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করেন দুদকের রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক হোসেন শরীফ।

এ সময় দুদক কর্মকর্তারা সাবেক আঞ্চলিক কর্মকর্তা আবু সালেহর মেয়াদকালে ভুয়া বিল ভাউচার, ব্যবহৃত গাড়ি এবং জেনারেটর ব্যবহারে জ্বালানি খরচসহ নানা অনিয়ম অসংগতি প্রমাণ পায়। একই সঙ্গে রেজিস্ট্রারে আঞ্চলিক কার্যালয়টির ভবন মেরামতের নামে বরাদ্দ অর্থ লোপাটের প্রমাণ পায় সংস্থাটি।

২০১৯ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২ মে পর্যন্ত রংপুরে কর্মরত থাকাকালীন আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহ’র বিরুদ্ধে এসব অনিয়মের অভিযোগ উঠে। বর্তমানে তিনি দক্ষিণের রাঙামাটি বেতারে কর্মরত আছেন।

দুদকের রংপুরের সহকারী পরিচালক হোসেন শরীফ বলেন, ‘বাংলাদেশ বেতারের রংপুর আঞ্চলিক কার্যালয়ে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট করেছি। এই কার্যালয়ের সাবেক আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহ বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতির, ভুয়া বিল ভাউচার জমা করে টাকা আত্মসাতের অভিযোগ ছিল। আমরা এই অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালকের রেকর্ড পত্র পর্যালোচনা করেছি। এতে গাড়ি, জেনারেটর ব্যবহার না করে, বেশ কিছু আবাসিক, অনাবাসিক ভবন মেরামতের কাজ ছিল সেগুলো না করেই ভুয়া বিল ভাউচার দাখিল করে অর্থ আত্মসাৎ করেছেন।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে বর্তমান রাঙামাটি বেতারে কর্মরত আঞ্চলিক কর্মকর্তা আবু সালেহ আজকের পত্রিকাকে বলে, ‘আমি তো এখনো কিছুই জানি না। গভর্নমেন্ট প্রসিডিউর অনুযায়ী যদি কোনো ব্যত্যয়, অনিয়ম-দুর্নীতি হয়, তাহলে সেটার প্রতিবেদন দুদক পাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত