দিনাজপুর প্রতিনিধি
তীব্র তাপদাহে পুড়ছে উত্তরের জেলা দিনাজপুর। ফলে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছে না সাধারণ মানুষ। আজ বৃহস্পতিবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা ছিল ১৩ শতাংশ। বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ১০ (দশ) কিলোমিটার।
এর আগে গত সোমবার মৃদু তাপপ্রবাহ ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করলেও পরের দিন মঙ্গলবার তা ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে রূপ নেয়। বুধবার জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগার ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে।
এদিকে তীব্র তাপদাহে চরম বেকায়দায় পড়েছেন শ্রমজীবী ও বৃদ্ধ মানুষেরা। গরমে যেন শরীর পুড়ে যাওয়ার উপক্রম। একটুতেই হাঁপিয়ে উঠছেন শ্রমজীবীরা বাতাস আর ছায়াযুক্ত স্থানে বসে হাঁসফাঁস করছেন মানুষ। তৃষ্ণায় স্বস্তি পেতে ঘন ঘন ঠান্ডা পানি, লেবুর শরবত, আখের রস আর ডাবের পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করছেন।
তাপদাহের কারণে শহরে কমে গেছে মানুষের চলাচল। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছে না সাধারণ মানুষ। পথচারীরা অনেকেই ছাতা মাথায় চলাচল করছেন।
শহরের কাচারি মোড়ে বীরগঞ্জ থেকে আসা হাদিউজ্জামান (৫০) বলেন, ‘গরমে মনে হচ্ছে শরীরের চামড়া পুড়ে যাচ্ছে। দিনে এত গরম অথচ ভোররাতে এখনো ঠান্ডা অনুভূত হয়। দেশটা যেন মরুভূমি হয়ে গেছে, পুরাই সৌদি আরবের আবহাওয়া।’
এনজিও ব্যক্তিত্ব মোজাফফর হোসেন বলেন, ‘আমরা নির্বিচারে গাছ কাটছি কিন্তু লাগাচ্ছি না। নানাভাবে পরিবেশ বিপর্যয় করছি। এ থেকে পরিত্রাণ পেতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া দরকার। না হলে ভবিষ্যৎ প্রজন্ম কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে।’
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ বুধবার জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা ছিলে ১৮ শতাংশ। বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ছিলে ৮ কিলোমিটার।’
তিনি বলেন, ‘জেলায় ক্রমান্বয়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে মাঝারি থেকে তীব্র তাপদাহের দিকে যাচ্ছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।’ ফলে আগামী দুই দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানান এ কর্মকর্তা।
তীব্র তাপদাহে পুড়ছে উত্তরের জেলা দিনাজপুর। ফলে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছে না সাধারণ মানুষ। আজ বৃহস্পতিবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা ছিল ১৩ শতাংশ। বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ১০ (দশ) কিলোমিটার।
এর আগে গত সোমবার মৃদু তাপপ্রবাহ ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করলেও পরের দিন মঙ্গলবার তা ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে রূপ নেয়। বুধবার জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগার ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে।
এদিকে তীব্র তাপদাহে চরম বেকায়দায় পড়েছেন শ্রমজীবী ও বৃদ্ধ মানুষেরা। গরমে যেন শরীর পুড়ে যাওয়ার উপক্রম। একটুতেই হাঁপিয়ে উঠছেন শ্রমজীবীরা বাতাস আর ছায়াযুক্ত স্থানে বসে হাঁসফাঁস করছেন মানুষ। তৃষ্ণায় স্বস্তি পেতে ঘন ঘন ঠান্ডা পানি, লেবুর শরবত, আখের রস আর ডাবের পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করছেন।
তাপদাহের কারণে শহরে কমে গেছে মানুষের চলাচল। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছে না সাধারণ মানুষ। পথচারীরা অনেকেই ছাতা মাথায় চলাচল করছেন।
শহরের কাচারি মোড়ে বীরগঞ্জ থেকে আসা হাদিউজ্জামান (৫০) বলেন, ‘গরমে মনে হচ্ছে শরীরের চামড়া পুড়ে যাচ্ছে। দিনে এত গরম অথচ ভোররাতে এখনো ঠান্ডা অনুভূত হয়। দেশটা যেন মরুভূমি হয়ে গেছে, পুরাই সৌদি আরবের আবহাওয়া।’
এনজিও ব্যক্তিত্ব মোজাফফর হোসেন বলেন, ‘আমরা নির্বিচারে গাছ কাটছি কিন্তু লাগাচ্ছি না। নানাভাবে পরিবেশ বিপর্যয় করছি। এ থেকে পরিত্রাণ পেতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া দরকার। না হলে ভবিষ্যৎ প্রজন্ম কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে।’
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ বুধবার জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা ছিলে ১৮ শতাংশ। বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ছিলে ৮ কিলোমিটার।’
তিনি বলেন, ‘জেলায় ক্রমান্বয়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে মাঝারি থেকে তীব্র তাপদাহের দিকে যাচ্ছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।’ ফলে আগামী দুই দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানান এ কর্মকর্তা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৬ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৭ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৭ ঘণ্টা আগে