Ajker Patrika

চাকা ফেটে নিয়ন্ত্রণহীন বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১০: ১৬
চাকা ফেটে নিয়ন্ত্রণহীন বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী আলমগীর হোসেন (৫০) নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। বাসটি দিনাজপুরের কান্তজিউ মন্দির পরিদর্শন শেষে হিন্দু ধর্মাবলম্বী তীর্থযাত্রীদের নিয়ে বগুড়ায় যাচ্ছিল। শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আলমগীর হোসেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে। তিনি বেসরকারি প্রতিষ্ঠান সিপি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক ছিলেন। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা ভাড়া করা একটি বাস বগুড়ার দিকে যাচ্ছিল। একই সময়ে রাণীগঞ্জ বাজার থেকে মহাসড়ক হয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আলমগীর হোসেন। বাসটি কলাবাড়ী নামক স্থানে পৌঁছালে একটি চাকার টায়ার বিকট শব্দে ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মোটরসাইকেলের চালক। খবর পেয়ে রাণীগঞ্জ বাজারে দায়িত্বরত পুলিশ সদস্যরা গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক আলমগীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রূপম কণ্ডু বলেন, ‘রাত ৭টা ৫৫ মিনিটে রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি। নিহত ব্যক্তির দুই পা এবং হাতে গুরুতর জখম রয়েছে। তিনি বুকেও আঘাত পেয়েছিলেন।’ 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসটিকে জব্দ করা হয়েছে। তবে একটি এলপিজি গ্যাস স্টেশনে বাসটি রেখে চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত