চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে এক কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আব্দুল হান্নান এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত বিশ্বনাথ চন্দ্র দাস (৩৪) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দড়িয়া দৌলত মুল্লুক গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী ছাত্রীর বাড়ি চাঁদপুরের কচুয়ায়। ঘটনার সময় তিনি পাশের মতলব দক্ষিণ উপজেলার একটি কলেজে অধ্যয়নরত ছিলেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, আসামি তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর ওই শিক্ষার্থীকে অপহরণ করেন। পরে মেয়েটির পরিবারের লোকজন তাঁকে খুঁজে না পেয়ে মতলব দক্ষিণ থানায় ২৮ সেপ্টেম্বর নিখোঁজ ডায়েরি করেন। এরপর ৯ অক্টোবর ভুক্তভোগী তাঁর চাচার কাছে ফোন করে জানান, বিশ্বনাথ তাঁকে অপহরণ করে তাঁর বাড়িতে আটকে রেখেছেন। এ ঘটনায় শিক্ষার্থীর চাচা ওই দিনই মতলব দক্ষিণ থানায় মামলা করেন।
থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন মামলাটি তদন্ত করে একই বছরের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলার স্পেশাল সরকারি কৌঁসুলি (পিপি) শিরিন সুলতানা মুক্তা বলেন, প্রায় ১২ বছর মামলাটি চলমান অবস্থায় চারজনের সাক্ষ্য নেন আদালত। আজ আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক এই রায় দেন।
মামলায় সরকারপক্ষে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ছিলেন আবদুল কাদের খান। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. কামাল হোসেন।
চাঁদপুরে এক কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আব্দুল হান্নান এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত বিশ্বনাথ চন্দ্র দাস (৩৪) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দড়িয়া দৌলত মুল্লুক গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী ছাত্রীর বাড়ি চাঁদপুরের কচুয়ায়। ঘটনার সময় তিনি পাশের মতলব দক্ষিণ উপজেলার একটি কলেজে অধ্যয়নরত ছিলেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, আসামি তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর ওই শিক্ষার্থীকে অপহরণ করেন। পরে মেয়েটির পরিবারের লোকজন তাঁকে খুঁজে না পেয়ে মতলব দক্ষিণ থানায় ২৮ সেপ্টেম্বর নিখোঁজ ডায়েরি করেন। এরপর ৯ অক্টোবর ভুক্তভোগী তাঁর চাচার কাছে ফোন করে জানান, বিশ্বনাথ তাঁকে অপহরণ করে তাঁর বাড়িতে আটকে রেখেছেন। এ ঘটনায় শিক্ষার্থীর চাচা ওই দিনই মতলব দক্ষিণ থানায় মামলা করেন।
থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন মামলাটি তদন্ত করে একই বছরের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলার স্পেশাল সরকারি কৌঁসুলি (পিপি) শিরিন সুলতানা মুক্তা বলেন, প্রায় ১২ বছর মামলাটি চলমান অবস্থায় চারজনের সাক্ষ্য নেন আদালত। আজ আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক এই রায় দেন।
মামলায় সরকারপক্ষে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ছিলেন আবদুল কাদের খান। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. কামাল হোসেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের ‘সমন্বয়ক’ পরিচয়ে গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক পলাতক জানে আলম অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।
৩৪ মিনিট আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের শাপলা বিলে বেড়াতে গিয়ে দুজন নিহত হয়েছেন। নৌকায় চড়ে ঘুরতে গিয়ে নৌকা ডুবে তারা মারা যান। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক অবস্থায় নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
১ ঘণ্টা আগেনেত্রকোনার আটপাড়া উপজেলার কৈলং শেখবাড়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের দাবি, সরকারি বেতন কাঠামোর আওতায় নির্ধারিত এরিয়া বিল (বকেয়া) অনুমোদন পেলেও প্রধান শিক্ষক স্বাক্ষরের বিনিময়ে অর্ধেক টাকা দাবি করছেন।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে পতেঙ্গায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে নগরীর পতেঙ্গার স্টিল মিল বাজারে এই ধর্ষণের অভিযোগ ওঠার পর তাঁকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পতেঙ্গা থানা-পুলিশ। পরে গতকাল বৃহস্পতিবার এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলার অভিযুক্ত ওই...
২ ঘণ্টা আগে