Ajker Patrika

কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত ভবন। ছবি: আজকের পত্রিকা
চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত ভবন। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরে এক কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আব্দুল হান্নান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত বিশ্বনাথ চন্দ্র দাস (৩৪) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দড়িয়া দৌলত মুল্লুক গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী ছাত্রীর বাড়ি চাঁদপুরের কচুয়ায়। ঘটনার সময় তিনি পাশের মতলব দক্ষিণ উপজেলার একটি কলেজে অধ্যয়নরত ছিলেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, আসামি তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর ওই শিক্ষার্থীকে অপহরণ করেন। পরে মেয়েটির পরিবারের লোকজন তাঁকে খুঁজে না পেয়ে মতলব দক্ষিণ থানায় ২৮ সেপ্টেম্বর নিখোঁজ ডায়েরি করেন। এরপর ৯ অক্টোবর ভুক্তভোগী তাঁর চাচার কাছে ফোন করে জানান, বিশ্বনাথ তাঁকে অপহরণ করে তাঁর বাড়িতে আটকে রেখেছেন। এ ঘটনায় শিক্ষার্থীর চাচা ওই দিনই মতলব দক্ষিণ থানায় মামলা করেন।

থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন মামলাটি তদন্ত করে একই বছরের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলার স্পেশাল সরকারি কৌঁসুলি (পিপি) শিরিন সুলতানা মুক্তা বলেন, প্রায় ১২ বছর মামলাটি চলমান অবস্থায় চারজনের সাক্ষ্য নেন আদালত। আজ আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক এই রায় দেন।

মামলায় সরকারপক্ষে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ছিলেন আবদুল কাদের খান। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. কামাল হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

বাংলাদেশ মাতিয়ে যাওয়া জার্মান টিকটকার ভারতে আটক

শেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত