Ajker Patrika

গাইবান্ধায় স্কুলছাত্রের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি
Thumbnail image

গাইবান্ধায় নবম শ্রেণির ছাত্র জিসানের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরের জেলার তুলসীঘাট বাজারে এই কর্মসূচি পালন করেন সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী। 

এ সময় বক্তব্য দেন, নিহত জিসানের বাবা জাহিদুল ইসলাম, মা হাজরা বেগম, শিক্ষক আব্দুল মন্ডল, জাহিদ হাসান, শাহ জাহান মিয়া, মাহফুজার রহমানসহ অনেকে। অবিলম্বে জিসান হত্যাকারী ও হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান তাঁরা। 

উল্লেখ্য, গত শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রাম থেকে জিসান মিয়ার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। জিসান সদর উপজেলার শাহাপাড়া ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের জাহিদুল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত