Ajker Patrika

ঠাকুরগাঁও-৩ আসনে সংসদ সদস্য হতে লড়বেন ৫ জন

ঠাকুরগাঁও প্রতিনিধি
Thumbnail image

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) সংসদীয় আসনের উপনির্বাচনে সংসদ সদস্য হতে লড়বেন ৫ প্রার্থী। নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের আজ ছিল শেষ দিন। এ দিন বৈধ ঘোষিত ৫ প্রার্থীর কেউই মনোনয়ন প্রত্যাহার করেনি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম। ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আগামী পহেলা ফেব্রুয়ারি এই সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। আগামী কাল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। 

এ নিয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘১৪ দলীয় জোট ও জাতীয় পার্টিসহ ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে গোপাল চন্দ্র রায় নামের এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আজ রোববার বৈধ ঘোষিত প্রার্থীদের কেউ মনোনয়ন প্রত্যাহার করেনি।’ 

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—১৪ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশের ওয়ার্কাস পার্টির নেতা অধ্যাপক ইয়াসিন আলী, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএনএফ) সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহম্মেদ, জাকের পাটির এমদাদ হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সাফি আল আসাদ। 

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত