Ajker Patrika

চট্টগ্রামে ডাকাত দলের হানা, কথা বলছিল উত্তরবঙ্গের টানে

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৯: ৩৬
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে দুই গ্রামের দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে পৌর সদরের পন্থিছিলা রেললাইনসংলগ্ন রহিমা বেগমের ঘরে ও রাত ২টার দিকে শেখপাড়া নোয়া পুকুরপাড়ে আনোয়ার হোসেনের বাড়িতে এই ডাকাতি হয়।

রহিমার ভাই আলিম উদ্দিন জানান, তাঁর বোন ও তাঁদের বসতঘর পাশাপাশি। গভীর রাতে হঠাৎ বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। বের হয়ে দেখেন ২০ থেকে ২৫ জন মুখোশধারী ডাকাত তাঁর বোনের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাত দলের সদস্যরা তাঁর বোন, বোনের এক ছেলে ও এক মেয়ের গলায় ছুরি ধরে ঘরে থাকা আড়াই ভরি স্বর্ণ ও টাকা লুট করে নেয়। পরে তারা আলিমের ঘরেও প্রবেশের চেষ্টা করে। তখন প্রতিবেশীরা ছুটে এলে ডাকাত দল পালিয়ে যায়।

আলিম জানান, সংঘবদ্ধ ডাকাত দলের সব সদস্যই উত্তরবঙ্গের টানে কথা বলছিল। তাদের কথার সঙ্গে সীতাকুণ্ডের স্থানীয় লোকজনের ভাষা মেলেনি।

অন্যদিকে শেখপাড়ার আনোয়ারের ছেলে তারেক রহমান জানান, রাতে ঘরে তাঁর বাবা একা ছিলেন। গভীর রাতে ডাকাত দলের ৮-১০ জন মুখোশধারী সদস্য ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তাঁরা আনোয়ারকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান জিনিস লুট করে নেন।

ভুক্তভোগী আনোয়ার জানান, ডাকাত দলের সদস্যরা সবাই ২০ থেকে ২৫ বছর বয়সী। আচরণ ও কথাবার্তা সীতাকুণ্ডের স্থানীয় মানুষের মতো নয়। সবাই উত্তরবঙ্গের ভাষার টানে কথা বলছিলেন।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত