Ajker Patrika

বাসের সঙ্গে সংঘর্ষে বিজিবির পিকআপচালক নিহত, আহত ৭ 

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
বাসের সঙ্গে সংঘর্ষে বিজিবির পিকআপচালক নিহত, আহত ৭ 

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) বহন করা একটি পিকআপরের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন বিজিবির পাঁচ সদস্যসহ সাতজন। 

আজ শুক্রবার সকাল ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে সদরের রাইচমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

পিকআপচালক মুন্না (২০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মহম্মদ সাজ্জাদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে জেআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস অন্তত ৩০ যাত্রী নিয়ে গাইবান্ধায় যাচ্ছিল। পথে রাইচমিল এলাকায় পৌঁছালে পলাশবাড়ী অভিমুখী বিজিবির সদস্যদের বহনকারী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিজিবি পাঁচ সদস্যসহ আটজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে পিকআপচালক মুন্না রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

ঘটনাস্থলে বিজিবির সদস্যরা। ছবি: সংগৃহীতবিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি মো. আরজু সাজ্জাদ জানান, বাসের সঙ্গে সংঘর্ষে নির্বাচনের দায়িত্বে থাকা বিজিবি বহনকারী পিকআপে থাকা পাঁচজন সদস্যসহ সাতজন আহত হয়েছেন। একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। 

তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও পিকআপটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত