দিনাজপুর প্রতিনিধি
উত্তরের জেলা দিনাজপুরে দিনে দেখা মিলছে না সূর্যের। তীব্র কুয়াশা আর হিমালয় থেকে আসা হিম হাওয়ায় বেড়েছে শীতের প্রকোপ। দূরপাল্লার গাড়িগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। তীব্র শীতে কষ্ট বেড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের। বেশি বিপাকে পড়েছে বয়স্ক ও শিশুরা।
দিনাজপুর আবহাওয়া কার্যালয়ের তথ্য অনুযায়ী, আজ রোববার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২ কিলোমিটার।
এদিকে সকালের অধিকাংশ সময় কুয়াশায় ঢেকে থাকায় দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন। প্রচণ্ড শীতে গ্রামে বসবাসরত ও নিম্ন আয়ের মানুষ বেশি বিপাকে পড়েছে। একটু গরমের আশায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। ফুটপাত ও স্টেশনে বসবাসরত ছিন্নমূল মানুষের কষ্ট বেড়েছে সবচেয়ে বেশি।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কয়েক দিনের তুলনায় ঘন কুয়াশার সঙ্গে শীত বাড়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। দিনাজপুর মেডিকেল কলেজ ও জেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
শহরের রামনগরে কাজের সন্ধানে আসা দিনমজুর জাহিদুল ইসলাম বলেন, ‘ঠান্ডা বেশি হওয়ায় জন্য কাজকাম নাই। বেশি শীতের কারণে মানুষ কাজ করতে চায় না। একদিন কাজ পাই তো দুই দিনই বসি থাকিবা লাগেছে। হামারগরে অনেক কষ্ট করি চলিবা লাগেছে বাহে।’
শহরের মহারাজা মোড়ের অটোচালক ইসাহাক বলেন, ‘ঘন কুয়াশা আর হিমেল বাতাসে মানুষ রাস্তায় কম চলাচল করছে। আগের মতো ভাড়া পাওয়া যাচ্ছে না। আয়রোজগার কম।’
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ রোববার সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২ কিলোমিটার।
উত্তরের জেলা দিনাজপুরে দিনে দেখা মিলছে না সূর্যের। তীব্র কুয়াশা আর হিমালয় থেকে আসা হিম হাওয়ায় বেড়েছে শীতের প্রকোপ। দূরপাল্লার গাড়িগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। তীব্র শীতে কষ্ট বেড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের। বেশি বিপাকে পড়েছে বয়স্ক ও শিশুরা।
দিনাজপুর আবহাওয়া কার্যালয়ের তথ্য অনুযায়ী, আজ রোববার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২ কিলোমিটার।
এদিকে সকালের অধিকাংশ সময় কুয়াশায় ঢেকে থাকায় দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন। প্রচণ্ড শীতে গ্রামে বসবাসরত ও নিম্ন আয়ের মানুষ বেশি বিপাকে পড়েছে। একটু গরমের আশায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। ফুটপাত ও স্টেশনে বসবাসরত ছিন্নমূল মানুষের কষ্ট বেড়েছে সবচেয়ে বেশি।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কয়েক দিনের তুলনায় ঘন কুয়াশার সঙ্গে শীত বাড়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। দিনাজপুর মেডিকেল কলেজ ও জেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
শহরের রামনগরে কাজের সন্ধানে আসা দিনমজুর জাহিদুল ইসলাম বলেন, ‘ঠান্ডা বেশি হওয়ায় জন্য কাজকাম নাই। বেশি শীতের কারণে মানুষ কাজ করতে চায় না। একদিন কাজ পাই তো দুই দিনই বসি থাকিবা লাগেছে। হামারগরে অনেক কষ্ট করি চলিবা লাগেছে বাহে।’
শহরের মহারাজা মোড়ের অটোচালক ইসাহাক বলেন, ‘ঘন কুয়াশা আর হিমেল বাতাসে মানুষ রাস্তায় কম চলাচল করছে। আগের মতো ভাড়া পাওয়া যাচ্ছে না। আয়রোজগার কম।’
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ রোববার সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২ কিলোমিটার।
আওয়ামী লীগ সরকার পতনের পর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক (ইডি) পদ থেকে বদলি করা হয়েছিল শফিকুল ইসলামকে। তবে নতুন কর্মস্থলে যোগ না দিয়ে বরং ৬০ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করেছেন তিনি। বিএমডিএর বিএনপিপন্থী ও দীর্ঘ সময় বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ...
১ ঘণ্টা আগেরাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের জুনিয়র আইটি অফিসার হিসেবে ২০১২ সালের নভেম্বরে চুক্তিভিত্তিক নিয়োগ পান শহিদুর রহমান। এর পর থেকে প্রায় ১৫ বছর ধরে চাকরি করছেন তিনি। একই পদে শহিদুরের মতো চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে কর্মরত আছেন আরও ২৭ জন।
১ ঘণ্টা আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের দ্বিতল একাডেমিক ভবনের পলেস্তারা খসে বেরিয়ে গেছে রড। ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঠদানও বন্ধ। অথচ সেই ভবন এবং পাশের প্রশাসনিক ভবনের সংস্কারসহ বেশ কিছু মালামাল ক্রয়ের টেন্ডার আহ্বান করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। কলেজটির প্রশাসনিক ও একাডেমিক ভবন-১ মেরামতের..
১ ঘণ্টা আগেগত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেলেও ফের সক্রিয় হয়ে উঠেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আতঙ্ক হিসেবে পরিচিত মোখলেসুর রহমান সুমন (৩৬)। তাঁর অত্যাচারে অতিষ্ঠ নিজ এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না।
২ ঘণ্টা আগে