রংপুর প্রতিনিধি
আওয়ামী লীগের ছেড়ে দেওয়া আসনে চাচা জি এম কাদের বিপুল ভোটে জয়ী হলেও রংপুর-১ আসনে পরাজিত হয়েছেন ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার। ওই আসনে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গাঁ।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, ১২৩টি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু কেটলি প্রতীকে সর্বোচ্চ ৭৩ হাজার ৯২৭টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গাঁ ট্রাক প্রতীকে ২৪ হাজার ৩৩২ ভোট পান।
জাতীয় পার্টির প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার লাঙ্গল প্রতীকে ১০ হাজার ৮৯২ ভোট পান। এ আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ১৪ হাজার ৯৩২টি। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২০২টি। বাতিল ভোটের সংখ্যা ১ হাজার ৭৩০টি। এই আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ রংপুরের ছয়টি আসনের মধ্যে দুটিতে জাতীয় পার্টিকে ছেড়ে দেয়। পরে ওই (রংপুর-১) আসনে আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থী রেজাউল করিম রাজুকে প্রত্যাহার করে নেয়।
আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ২১৯ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ৩৫ জন; পুরুষ ১ লাখ ৬৭ হাজার ১৮২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুজন রয়েছেন। এখানকার ১২৩টি ভোটকেন্দ্রের ৬৬৬টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।
আওয়ামী লীগের ছেড়ে দেওয়া আসনে চাচা জি এম কাদের বিপুল ভোটে জয়ী হলেও রংপুর-১ আসনে পরাজিত হয়েছেন ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার। ওই আসনে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গাঁ।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, ১২৩টি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু কেটলি প্রতীকে সর্বোচ্চ ৭৩ হাজার ৯২৭টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গাঁ ট্রাক প্রতীকে ২৪ হাজার ৩৩২ ভোট পান।
জাতীয় পার্টির প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার লাঙ্গল প্রতীকে ১০ হাজার ৮৯২ ভোট পান। এ আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ১৪ হাজার ৯৩২টি। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২০২টি। বাতিল ভোটের সংখ্যা ১ হাজার ৭৩০টি। এই আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ রংপুরের ছয়টি আসনের মধ্যে দুটিতে জাতীয় পার্টিকে ছেড়ে দেয়। পরে ওই (রংপুর-১) আসনে আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থী রেজাউল করিম রাজুকে প্রত্যাহার করে নেয়।
আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ২১৯ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ৩৫ জন; পুরুষ ১ লাখ ৬৭ হাজার ১৮২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুজন রয়েছেন। এখানকার ১২৩টি ভোটকেন্দ্রের ৬৬৬টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।
চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন ও চাহিদার মধ্যে প্রতিদিন ৫ কোটি লিটারের ফারাক। অনেক জায়গায় সুপেয় পানির জন্য হাহাকার করছে নগরবাসী। কিন্তু মানুষের ভোগান্তিকে দূরে ঠেলে নতুন মোবাইল কেনা এবং ভ্রমণ বিলাসে মেতেছেন ওয়াসার কর্মকর্তারা। সংস্থার ৯১ কর্মকর্তার জন্য মোবাইল ফোন কেনা এবং ২২
১ ঘণ্টা আগেবঙ্গোপসাগরের তীরঘেঁষা উপকূলীয় জেলা বরগুনার ছয়টি উপজেলায় ১২ লাখ মানুষের বসবাস। তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য জেলার ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালটি আধুনিকায়নের মাধ্যমে ২৫০ শয্যায় উন্নীত করা হয় ২০১৩ সালে। কিন্তু এক যুগেও হাসপাতালটির শূন্য পদে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়নি।
২ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় ৮ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত একটি পানি সরবরাহ প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পটি তিন বছর আগে উদ্বোধন করা হলেও আজ পর্যন্ত পৌরবাসীর ঘরে পৌঁছায়নি একফোঁটা পানি। প্রকল্পের কাজ কাগজ-কলমে সম্পন্ন দেখানো হলেও বাস্তবে এর অগ্রগতি ‘শূন্য’। ঠিকাদারি প্রত
২ ঘণ্টা আগেসুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, শিমুলবাগানসহ পর্যটন এলাকায় গতি আনতে ২০১৮ সালে তাহিরপুরের ডাম্পের বাজার এলাকায় পাটলাই নদের ওপর সেতু নির্মাণ শুরু হয়। তিন বছরের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। উল্টো গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেতু চালু নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে