জসিম উদ্দিন ও রেজা মাহমুদ, পার্বতীপুর থেকে
রাত পোহালেই অনুষ্ঠিত হবে দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। দুটি ইউনিয়নের সীমানা জটিলতা নিয়ে মামলার কারণে দীর্ঘ ১২ বছর ৮ মাস বন্ধ ছিল এই পৌরসভার নির্বাচন। এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন কমিশন। এর আগে ২০১১ সালের ২৭ জানুয়ারি সর্বশেষ এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এদিকে নির্বাচনকে সফল করতে প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসি টিভি ক্যামেরা। মোতায়েন করা হয়েছে র্যাব, বিজিবি, পুলিশসহ আনসার বাহিনীর সদস্যদের। প্রতি কেন্দ্রে নিয়োজিত রয়েছেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হচ্ছে। নির্বাচনে মেয়র পদে দুজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে আমজাদ হোসেন এবং বি়এনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক মেয়র এ জেড এম মেনহাজুল হক নারিকেল গাছ প্রতীক নিয়ে মেয়র পদে লড়ছেন। পার্বতীপুর পৌরসভার মোট ভোটার রয়েছেন ৩৩ হাজার ৩৯৯ জন। এর মধ্যে নারী ভোটার ১৬ হাজার ৯২৬ ও পুরুষ ভোটার ১৬ হাজার ৪৭০ জন।
পৌরসভায় ৯টি ওয়ার্ডের ১৩টি কেন্দ্রে ১০৮টি বুথে ইভিএমে ভোট গ্রহণ হবে।
পার্বতীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম জানান, ‘সর্বশেষ ২০১১ সালের ২৭ জানুয়ারি পার্বতীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। পৌরসভার আয়তন বৃদ্ধির কারণে রামপুর ও পলাশবাড়ী ইউনিয়নের সঙ্গে সীমানা জটিলতায় একটি পক্ষ আদালতে মামলা দায়ের করে। এ কারণে এত দিন পার্বতীপুর পৌরসভা নির্বাচন স্থগিত থাকে। পরবর্তীতে উচ্চ আদালত থেকে মামলা নিষ্পত্তি হওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।’
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান আজকের পত্রিকাকে বলেন, ‘শান্তিপূর্ণ সুন্দর পরিবেশে যেন ভোটারেরা ভোট দিতে পারেন সে জন্য দিনাজপুর জেলা পুলিশ সুপারসহ পুলিশের সিনিয়র কর্মকর্তা, পার্বতীপুর থানা-পুলিশ কাজ করছে।
দিনাজপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক আজকের পত্রিকাকে জানান, ‘নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন। প্রতিটি কেন্দ্রে ১ জন করে ম্যাজিস্ট্রেট রয়েছেন। ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্সসহ প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা কর্মরত থাকবেন। এ ছাড়া নিরাপত্তার জন্য মাঠে রয়েছেন প্রয়োজনীয় সংখ্যক আনসার সদস্য।’
রাত পোহালেই অনুষ্ঠিত হবে দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। দুটি ইউনিয়নের সীমানা জটিলতা নিয়ে মামলার কারণে দীর্ঘ ১২ বছর ৮ মাস বন্ধ ছিল এই পৌরসভার নির্বাচন। এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন কমিশন। এর আগে ২০১১ সালের ২৭ জানুয়ারি সর্বশেষ এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এদিকে নির্বাচনকে সফল করতে প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসি টিভি ক্যামেরা। মোতায়েন করা হয়েছে র্যাব, বিজিবি, পুলিশসহ আনসার বাহিনীর সদস্যদের। প্রতি কেন্দ্রে নিয়োজিত রয়েছেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হচ্ছে। নির্বাচনে মেয়র পদে দুজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে আমজাদ হোসেন এবং বি়এনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক মেয়র এ জেড এম মেনহাজুল হক নারিকেল গাছ প্রতীক নিয়ে মেয়র পদে লড়ছেন। পার্বতীপুর পৌরসভার মোট ভোটার রয়েছেন ৩৩ হাজার ৩৯৯ জন। এর মধ্যে নারী ভোটার ১৬ হাজার ৯২৬ ও পুরুষ ভোটার ১৬ হাজার ৪৭০ জন।
পৌরসভায় ৯টি ওয়ার্ডের ১৩টি কেন্দ্রে ১০৮টি বুথে ইভিএমে ভোট গ্রহণ হবে।
পার্বতীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম জানান, ‘সর্বশেষ ২০১১ সালের ২৭ জানুয়ারি পার্বতীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। পৌরসভার আয়তন বৃদ্ধির কারণে রামপুর ও পলাশবাড়ী ইউনিয়নের সঙ্গে সীমানা জটিলতায় একটি পক্ষ আদালতে মামলা দায়ের করে। এ কারণে এত দিন পার্বতীপুর পৌরসভা নির্বাচন স্থগিত থাকে। পরবর্তীতে উচ্চ আদালত থেকে মামলা নিষ্পত্তি হওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।’
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান আজকের পত্রিকাকে বলেন, ‘শান্তিপূর্ণ সুন্দর পরিবেশে যেন ভোটারেরা ভোট দিতে পারেন সে জন্য দিনাজপুর জেলা পুলিশ সুপারসহ পুলিশের সিনিয়র কর্মকর্তা, পার্বতীপুর থানা-পুলিশ কাজ করছে।
দিনাজপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক আজকের পত্রিকাকে জানান, ‘নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন। প্রতিটি কেন্দ্রে ১ জন করে ম্যাজিস্ট্রেট রয়েছেন। ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্সসহ প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা কর্মরত থাকবেন। এ ছাড়া নিরাপত্তার জন্য মাঠে রয়েছেন প্রয়োজনীয় সংখ্যক আনসার সদস্য।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে