Ajker Patrika

আইসিটি মামলায় জামিন পেলেন রংপুরের ৩ সাংবাদিক

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
আইসিটি মামলায় জামিন পেলেন রংপুরের ৩ সাংবাদিক

ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) করা মামলায় রংপুরের ৩ সাংবাদিককে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সাইবার ট্রাইব্যুনাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. মো. আব্দুল মজিদ ওই তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন। 

ওই তিন সাংবাদিক হলেন—মানবকণ্ঠের রংপুর প্রতিনিধি মহিউদ্দিন মখদূমী, দেশ রূপান্তরের রংপুর প্রতিনিধি মামুন রশীদ ও ঢাকা পোস্টের নীলফামারী প্রতিনিধি শরিফুল ইসলাম। রংপুর সদর উপজেলার এক ইউপি চেয়ারম্যানের ‘অনিয়ম ও দুর্নীতি’ নিয়ে সংবাদ প্রকাশ করায় গত বছর তাদের নামে মামলা করা হয়। চলতি বছরের ১৬ জুলাই আদালত ওই তিন সাংবাদিকের নামে সমন জারি করেন। পরে মামলা প্রত্যাহারের দাবিতে রংপুরে কর্মরত সাংবাদিকেরা গত রোববার রংপুর প্রেস ক্লাবে মানববন্ধন করেন। 

মামলায় দুই পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালতের বিচারক ৩ সাংবাদিককে জামিন প্রদান করেন। এ সময় আদালতে বাদী ও বিবাদীপক্ষ উভয়ই উপস্থিত ছিলেন। বাদী পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ ও অ্যাডভোকেট ফিরোজ কবীর চৌধুরী গুঞ্জন। 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ভিজিএফের চাল অন্যত্র সরিয়ে রাখার অভিযোগে সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানাকে র‍্যাব-১৩ অভিযান চালিয়ে আটক করেছিলেন। পরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঘটনার কিছুদিন পর ওই মামলায় জামিন পান চেয়ারম্যান। সরকারি নির্দেশনা অমান্য করে এই চেয়ারম্যান ভিজিডি কার্ড নিয়ে প্রকৃত হতদরিদ্র ও দুস্থদের বঞ্চিত করেন বলেও অভিযোগ উঠেছিল। 

সুবিধা বঞ্চিত ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে তাঁর প্রভাবশালী এক স্বজনকে দিয়ে গত বছরের ১৬ জুন ওই ৩ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করান। চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির সত্যতা পায় উপজেলা প্রশাসনের তদন্ত কমিটি। কিন্তু ওই মামলার বাদীর অভিযোগ প্রকাশিত সংবাদে ভুল তথ্য ও ছবি প্রকাশ করে সম্মানহানি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত