তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) করা মামলায় রংপুরের ৩ সাংবাদিককে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সাইবার ট্রাইব্যুনাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. মো. আব্দুল মজিদ ওই তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন।
ওই তিন সাংবাদিক হলেন—মানবকণ্ঠের রংপুর প্রতিনিধি মহিউদ্দিন মখদূমী, দেশ রূপান্তরের রংপুর প্রতিনিধি মামুন রশীদ ও ঢাকা পোস্টের নীলফামারী প্রতিনিধি শরিফুল ইসলাম। রংপুর সদর উপজেলার এক ইউপি চেয়ারম্যানের ‘অনিয়ম ও দুর্নীতি’ নিয়ে সংবাদ প্রকাশ করায় গত বছর তাদের নামে মামলা করা হয়। চলতি বছরের ১৬ জুলাই আদালত ওই তিন সাংবাদিকের নামে সমন জারি করেন। পরে মামলা প্রত্যাহারের দাবিতে রংপুরে কর্মরত সাংবাদিকেরা গত রোববার রংপুর প্রেস ক্লাবে মানববন্ধন করেন।
মামলায় দুই পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালতের বিচারক ৩ সাংবাদিককে জামিন প্রদান করেন। এ সময় আদালতে বাদী ও বিবাদীপক্ষ উভয়ই উপস্থিত ছিলেন। বাদী পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ ও অ্যাডভোকেট ফিরোজ কবীর চৌধুরী গুঞ্জন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ভিজিএফের চাল অন্যত্র সরিয়ে রাখার অভিযোগে সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানাকে র্যাব-১৩ অভিযান চালিয়ে আটক করেছিলেন। পরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঘটনার কিছুদিন পর ওই মামলায় জামিন পান চেয়ারম্যান। সরকারি নির্দেশনা অমান্য করে এই চেয়ারম্যান ভিজিডি কার্ড নিয়ে প্রকৃত হতদরিদ্র ও দুস্থদের বঞ্চিত করেন বলেও অভিযোগ উঠেছিল।
সুবিধা বঞ্চিত ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে তাঁর প্রভাবশালী এক স্বজনকে দিয়ে গত বছরের ১৬ জুন ওই ৩ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করান। চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির সত্যতা পায় উপজেলা প্রশাসনের তদন্ত কমিটি। কিন্তু ওই মামলার বাদীর অভিযোগ প্রকাশিত সংবাদে ভুল তথ্য ও ছবি প্রকাশ করে সম্মানহানি করা হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) করা মামলায় রংপুরের ৩ সাংবাদিককে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সাইবার ট্রাইব্যুনাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. মো. আব্দুল মজিদ ওই তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন।
ওই তিন সাংবাদিক হলেন—মানবকণ্ঠের রংপুর প্রতিনিধি মহিউদ্দিন মখদূমী, দেশ রূপান্তরের রংপুর প্রতিনিধি মামুন রশীদ ও ঢাকা পোস্টের নীলফামারী প্রতিনিধি শরিফুল ইসলাম। রংপুর সদর উপজেলার এক ইউপি চেয়ারম্যানের ‘অনিয়ম ও দুর্নীতি’ নিয়ে সংবাদ প্রকাশ করায় গত বছর তাদের নামে মামলা করা হয়। চলতি বছরের ১৬ জুলাই আদালত ওই তিন সাংবাদিকের নামে সমন জারি করেন। পরে মামলা প্রত্যাহারের দাবিতে রংপুরে কর্মরত সাংবাদিকেরা গত রোববার রংপুর প্রেস ক্লাবে মানববন্ধন করেন।
মামলায় দুই পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালতের বিচারক ৩ সাংবাদিককে জামিন প্রদান করেন। এ সময় আদালতে বাদী ও বিবাদীপক্ষ উভয়ই উপস্থিত ছিলেন। বাদী পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ ও অ্যাডভোকেট ফিরোজ কবীর চৌধুরী গুঞ্জন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ভিজিএফের চাল অন্যত্র সরিয়ে রাখার অভিযোগে সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানাকে র্যাব-১৩ অভিযান চালিয়ে আটক করেছিলেন। পরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঘটনার কিছুদিন পর ওই মামলায় জামিন পান চেয়ারম্যান। সরকারি নির্দেশনা অমান্য করে এই চেয়ারম্যান ভিজিডি কার্ড নিয়ে প্রকৃত হতদরিদ্র ও দুস্থদের বঞ্চিত করেন বলেও অভিযোগ উঠেছিল।
সুবিধা বঞ্চিত ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে তাঁর প্রভাবশালী এক স্বজনকে দিয়ে গত বছরের ১৬ জুন ওই ৩ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করান। চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির সত্যতা পায় উপজেলা প্রশাসনের তদন্ত কমিটি। কিন্তু ওই মামলার বাদীর অভিযোগ প্রকাশিত সংবাদে ভুল তথ্য ও ছবি প্রকাশ করে সম্মানহানি করা হয়েছে।
কারারক্ষী পদে নিয়োগের শর্ত চাওয়া হয়েছে প্রার্থীর শারীরিক উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। সেই শর্ত পূরণের পরও রাজশাহীতে অনেককেই শারীরিক পরীক্ষার মাঠ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে বিক্ষোভ করেছেন বাদ পড়া...
১ মিনিট আগেদীর্ঘ ছয় বছর পর হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে ফিরেছেন মো. ইদ্রিস আলী সিকদার (৫০) নামে এক ইতালিপ্রবাসী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় শরীয়তপুর সদর উপজেলার বেড়া চিকন্দী উচ্চবিদ্যালয় মাঠে তাঁকে নিয়ে হেলিকপ্টারটি অবতরণ করে। হেলিকপ্টার দেখতে গ্রামের শিশু, কিশোর, নারী, পুরুষেরা স্কুলের মাঠে ভিড় জমান
২ মিনিট আগেনারায়ণগঞ্জে ব্যবসায়ী নুরুল হক মোল্লা হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আরও আটজনকে যাবজ্জীবন ও একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত
৪ মিনিট আগেনেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহাদেও নদ থেকে অবৈধভাবে বালু তোলায় সাতটি ট্রাক জব্দ করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় চালককে ৫০ হাজার করে মোট ৩ লাখ টাকা জরিমানা করেন। অপর চালককে ১৫ দিনের কারাদণ্ড দেন।
১২ মিনিট আগে