Ajker Patrika

রংপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৫ ফার্মেসিকে জরিমানা

রংপুর প্রতিনিধি
রংপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৫ ফার্মেসিকে জরিমানা

রংপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৫ ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে রংপুর নগরীর বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনার সময় ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

রংপুর নগরীর রাজা রামমোহন মার্কেটের পাশে বিভিন্ন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে পপুলার ফার্মেসিকে ১৫ হাজার, শিমু ফার্মেসিকে ৫ হাজার, মেট্রো ফার্মেসিকে ৫ হাজার, আশা ফার্মেসিকে ও সার্জিক্যালকে ৫ হাজার ও মুন ফার্মেসিকে ২ হাজার টাকাসহ মোট ৫ ফার্মেসি মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

ওষুধ প্রশাসন ও রংপুর সিটি করপোরেশনের যৌথ অভিযানের সময় পরবর্তীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ না রাখতে সতর্ক করা হয়। যৌথ এ অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

ভ্রাম্যমাণ আদালতের পরিচালক ও রংপুর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, ওষুধ মানুষের জীবন বাঁচায়। সেই ওষুধই যেন মানুষের মৃত্যুর কারণ না সে জন্য নিয়মিত অভিযান চলবে। অভিযানে আমরা ব্যবসায়ীদের সচেতন করছি। এরপরও যদি কোনো ব্যবসায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখে তাহলে কঠোর শাস্তি প্রদান করা হবে।

এ সময় রংপুর ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম বলেন, এখন থেকে অনিবন্ধিত, ফুড সাপ্লিমেন্ট, মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার ব্যাপারে নিয়মিত অভিযান চলছে। যৌথ অভিযানে অংশ নেয় রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত