Ajker Patrika

ডোমারে শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ০৫ মে ২০২৪, ১৬: ৪১
ডোমারে শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নীলফামারীর ডোমারে শারীরিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আবু কালাম (৫০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল ১০টার দিকে আবু কালাম নামে এক ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী ওই মেয়ের বাবার খোঁজে তাঁদের বাড়ি যান। এ সময় কেউ বাড়িতে না থাকার সুযোগে তিনি তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির শব্দ শুনে পাশের বাড়ির একজন ঘরে গিয়ে এ দৃশ্য দেখে চিৎকার করেন। এ সময় এলাকাবাসী ছুটে এলে আবু কালাম কৌশলে পালিয়ে যান।

এ ঘটনায় গতকাল বিকেলে ওই শারীরিক প্রতিবন্ধীর বাবা ডোমার থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন। পরে সন্ধ্যায় পুলিশ আবু কালামকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে জানতে চাইলে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী আজকের পত্রিকাকে বলেন, গতকাল বিকেলে এক শারীরিক প্রতিবন্ধী মেয়ের বাবা আবু কালামের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে আদালতের মাধ্যমে আবু কালামকে জেলা কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত