Ajker Patrika

গাইবান্ধায় ৭ দফা দাবিতে সাঁওতালদের বিক্ষোভ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধায় ৭ দফা দাবিতে সাঁওতালদের বিক্ষোভ

২০১৬ সালের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জে তিন সাঁওতাল হত্যার বিচারসহ সাত দফা দাবিতে গাইবান্ধায় সমাবেশ হয়েছে। সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির উদ্যোগে আজ শনিবার দুপুরে পৌর শহরের ডিবি রোডের নাট্য সংস্থার সামনে এই সমাবেশ হয়। এতে তিন শতাধিক সাঁওতাল অংশ নেন।

সমাবেশে সংগঠনটির আহ্বায়ক গোলাম রব্বানী মুসার সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন কমিটির সদস্যসচিব কাজী আব্দুল খালেক, ভূমি উদ্ধার সংগ্রাম পরিষদের সভাপতি ফিলিমন বাস্কে, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, জেলা বারের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, সাঁওতাল হত্যা মামলার বাদী থোমাস হেমব্রম, আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৬ সালের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লিতে শ্যামল হেমব্রম, রমেশ টুডু, মঙ্গল মারডির হত্যাকাণ্ডের ছয় বছর পেরিয়ে গেছে। আজও সেই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়নি। সরকারের পক্ষ থেকে সাঁওতালদের পুনর্বাসনসহ নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু আজও তা বাস্তবায়ন করা হয়নি।

ফসলি জমিতে ইপিজেড নির্মাণের নামে একটি স্বার্থান্বেষী মহল বাপ-দাদার সম্পত্তি থেকে সাঁওতালদের উচ্ছেদের পাঁয়তারা করছেন। কিন্তু কোনোভাবেই জমি ছাড়া হবে না। বিরোধপূর্ণ জমিতে ইপিজেড নির্মাণ কার্যক্রম বন্ধ, তিন সাঁওতাল হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, সাঁওতাল-বাঙালিদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, বাপ-দাদার জমি ফেরতসহ সাত দফা বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত