নীলফামারী প্রতিনিধি
টানা তিন দিন তীব্র শীতের পর নীলফামারীতে তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ শনিবার সকালে দেখা মিলেছে সূর্যেরও। জেলার শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে ফিরেছে স্বস্তি।
জেলার সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান, শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল রোববার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত বা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সদরের দূরপাল্লার বাস কাউন্টারে খোঁজ নিয়ে জানা গেছে, আজ সকালে ঘন কুয়াশা না থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহর থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো নির্দিষ্ট সময়ে পৌঁছেছে। পাশাপাশি আন্তনগর ট্রেন ও সৈয়দপুর-ঢাকা রুটের বিমান ফ্লাইটগুলো শিডিউল অনুযায়ী ওঠানামা করছে।
সূর্যের দেখা মেলায় কাজের সন্ধানে বের হয়েছে নিম্ন আয়ের মানুষজন। কৃষকেরা বোরো ধানের চাষাবাদের জন্য জমি তৈরির কাজে নেমেছেন। অনেকে বীজতলার পরিচর্যা করতে দেখা গেছে।
এদিকে কয়েক দিনের শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, ইতিমধ্যে জেলার শীতার্তদের মধ্যে ২১ হাজার ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়া ৬ উপজেলা এবং ৪ পৌরসভায় শীতবস্ত্র ক্রয়ের জন্য ৪৩ লাখ টাকা প্রদান করা হয়েছে সংশ্লিষ্ট প্রশাসকদের কাছে।
টানা তিন দিন তীব্র শীতের পর নীলফামারীতে তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ শনিবার সকালে দেখা মিলেছে সূর্যেরও। জেলার শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে ফিরেছে স্বস্তি।
জেলার সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান, শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল রোববার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত বা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সদরের দূরপাল্লার বাস কাউন্টারে খোঁজ নিয়ে জানা গেছে, আজ সকালে ঘন কুয়াশা না থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহর থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো নির্দিষ্ট সময়ে পৌঁছেছে। পাশাপাশি আন্তনগর ট্রেন ও সৈয়দপুর-ঢাকা রুটের বিমান ফ্লাইটগুলো শিডিউল অনুযায়ী ওঠানামা করছে।
সূর্যের দেখা মেলায় কাজের সন্ধানে বের হয়েছে নিম্ন আয়ের মানুষজন। কৃষকেরা বোরো ধানের চাষাবাদের জন্য জমি তৈরির কাজে নেমেছেন। অনেকে বীজতলার পরিচর্যা করতে দেখা গেছে।
এদিকে কয়েক দিনের শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, ইতিমধ্যে জেলার শীতার্তদের মধ্যে ২১ হাজার ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়া ৬ উপজেলা এবং ৪ পৌরসভায় শীতবস্ত্র ক্রয়ের জন্য ৪৩ লাখ টাকা প্রদান করা হয়েছে সংশ্লিষ্ট প্রশাসকদের কাছে।
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
১১ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে