Ajker Patrika

নীলফামারীতে তাপমাত্রা বাড়ায় নিম্ন আয়ের মানুষের স্বস্তি

নীলফামারী প্রতিনিধি
তাপমাত্রা বাড়ায় নিম্ন আয়ের মানুষের স্বস্তি। ছবি: সংগৃহীত
তাপমাত্রা বাড়ায় নিম্ন আয়ের মানুষের স্বস্তি। ছবি: সংগৃহীত

টানা তিন দিন তীব্র শীতের পর নীলফামারীতে তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ শনিবার সকালে দেখা মিলেছে সূর্যেরও। জেলার শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে ফিরেছে স্বস্তি।

জেলার সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান, শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল রোববার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত বা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সদরের দূরপাল্লার বাস কাউন্টারে খোঁজ নিয়ে জানা গেছে, আজ সকালে ঘন কুয়াশা না থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহর থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো নির্দিষ্ট সময়ে পৌঁছেছে। পাশাপাশি আন্তনগর ট্রেন ও সৈয়দপুর-ঢাকা রুটের বিমান ফ্লাইটগুলো শিডিউল অনুযায়ী ওঠানামা করছে।

সূর্যের দেখা মেলায় কাজের সন্ধানে বের হয়েছে নিম্ন আয়ের মানুষজন। কৃষকেরা বোরো ধানের চাষাবাদের জন্য জমি তৈরির কাজে নেমেছেন। অনেকে বীজতলার পরিচর্যা করতে দেখা গেছে।

এদিকে কয়েক দিনের শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, ইতিমধ্যে জেলার শীতার্তদের মধ্যে ২১ হাজার ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়া ৬ উপজেলা এবং ৪ পৌরসভায় শীতবস্ত্র ক্রয়ের জন্য ৪৩ লাখ টাকা প্রদান করা হয়েছে সংশ্লিষ্ট প্রশাসকদের কাছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত