Ajker Patrika

লালমনিরহাটে পাথর তোলার গর্তে পড়ে নিখোঁজ শ্রমিক

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটে পাথর তোলার গর্তে পড়ে নিখোঁজ শ্রমিক

লালমনিরহাটের পাটগ্রামে ধরলা নদীতে পাথর-বালু উত্তোলনের ভূগর্ভস্থ গর্তে পড়ে এ কাজে নিয়োজিত একজন শ্রমিক নিখোঁজ হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্য ইসলামপুর গ্রামের ধরলা নদীতে এ ঘটনা ঘটে। পাটগ্রাম ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিদার রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিখোঁজ শ্রমিকের নাম বিষাদু মিয়া (৩৫)। তিনি ওই এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানায়, ধরলা নদীর বিভিন্ন অংশে দীর্ঘদিন হতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলন করে আসছে একটি মহল। এতে কোথাও কোথাও ২০ থেকে ৭০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। সোমবার ওই স্থানের বুলু মাস্টারের ঘাট এলাকায় কাজ করার সময় হঠাৎ গর্তে পড়ে পানিতে তলিয়ে যান বিষাদু মিয়া। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা খোঁজাখুঁজি করেও হদিস পায়নি। 

পাটগ্রাম ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিদার রহমান বলেন, ‘আমরা পাথরের গর্তে খোঁজাখুঁজি করে পাইনি। পরে রংপুরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তাঁরা ইতিমধ্যে রওনা করেছেন। এলে আবারও খোঁজা হবে।’

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘পাথরের গর্তে একজন নিখোঁজ হয়েছে জেনেছি। পুলিশ থানা থেকে কোথাও বের হচ্ছে না। এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত