উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে বালুভর্তি ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা একই পরিবারের একজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজ রোববার দুপুরে উলিপুর-কুড়িগ্রাম সড়কের কৈইপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক বাবুকে (৩৬)আটক করা হয়েছে।
এ ঘটনা নিহত ব্যত্তির নাম তাজুল ইসলাম (৩৫)। তিনি চিলমারী উপজেলার অষ্টমির চর এলাকার জাফর হোসেনের ছেলে। আহতরা হলেন, চিলমারী উপজেলার জোড়গাছ ইউনিয়নের তোফা শেখের ছেলে আব্দুল ওহাব (৬৮), দেলোয়ার হোসেনের ছেলে ওবায়দুল ইসলাম (৪২) এবং তাঁর মেয়ে মিথিলা ফারজানা তাসনিম (২০)।
নিহত তাজুল আহত আব্দুল ওহাবের জামাতা। অপর আহত জামাতা ওবায়দুল ইসলাম, নাতনি তাসনিমা, ভাগনে আনোয়ার ও আত্মীয় আব্দুল জলিল।
প্রত্যক্ষদর্শী ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রোববার দুপুর আড়াইটার দিকে একটি অটোরিকশা নিয়ে একই পরিবারের ছয়জন চিলমারী যাওয়ার পথে উলিপুর পৌরশহরের বাসস্ট্যান্ড সংলগ্ন কৈইপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাজুল ইসলামকে (৩৫) মৃত ঘোষণা করেন। এ ছাড়া অটোরিকশাতে থাকা চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।
পরে চিকিৎসক আহতদের মধ্যে চিলমারী উপজেলার অষ্টমির চর এলাকার বাহাদুরের ছেলে আনোয়ার ইসলাম (৪২) ও উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের চন্ডিযান এলাকার আইনুদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের (৮০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পূর্বেই তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অপর তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, ট্রাকচালককে আটক করে ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কুড়িগ্রামের উলিপুরে বালুভর্তি ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা একই পরিবারের একজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজ রোববার দুপুরে উলিপুর-কুড়িগ্রাম সড়কের কৈইপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক বাবুকে (৩৬)আটক করা হয়েছে।
এ ঘটনা নিহত ব্যত্তির নাম তাজুল ইসলাম (৩৫)। তিনি চিলমারী উপজেলার অষ্টমির চর এলাকার জাফর হোসেনের ছেলে। আহতরা হলেন, চিলমারী উপজেলার জোড়গাছ ইউনিয়নের তোফা শেখের ছেলে আব্দুল ওহাব (৬৮), দেলোয়ার হোসেনের ছেলে ওবায়দুল ইসলাম (৪২) এবং তাঁর মেয়ে মিথিলা ফারজানা তাসনিম (২০)।
নিহত তাজুল আহত আব্দুল ওহাবের জামাতা। অপর আহত জামাতা ওবায়দুল ইসলাম, নাতনি তাসনিমা, ভাগনে আনোয়ার ও আত্মীয় আব্দুল জলিল।
প্রত্যক্ষদর্শী ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রোববার দুপুর আড়াইটার দিকে একটি অটোরিকশা নিয়ে একই পরিবারের ছয়জন চিলমারী যাওয়ার পথে উলিপুর পৌরশহরের বাসস্ট্যান্ড সংলগ্ন কৈইপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাজুল ইসলামকে (৩৫) মৃত ঘোষণা করেন। এ ছাড়া অটোরিকশাতে থাকা চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।
পরে চিকিৎসক আহতদের মধ্যে চিলমারী উপজেলার অষ্টমির চর এলাকার বাহাদুরের ছেলে আনোয়ার ইসলাম (৪২) ও উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের চন্ডিযান এলাকার আইনুদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের (৮০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পূর্বেই তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অপর তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, ট্রাকচালককে আটক করে ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
গাজীপুরের শ্রীপুরে এক কারখানার দুই শ্রমিককে অস্ত্রের মুখে তুলে নিয়ে মুক্তপণ দাবি করে অপহরণকারীরা। অপহরণকারীদের মুক্তিপণ দাবির ফোন পেয়েই এক মা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। অপহরণকারীরা দুজনকে তুলে নিয়ে বেদম মারধর করে বাড়িতে মুক্তিপণ দাবি করে ফোন দেয়। সন্তান অপহরণের শিকার এমন খবর পেয়ে এক নারী (মা) মারা গেল
১৮ মিনিট আগেবিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো ‘হিজাব র্যালি’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ক্যাম্পাসের ভিসি চত্বর থেকে র্যালিটি শুরু হয়। টিএসসি হয়ে রাসেল টাওয়ার ঘুরে আবারও রাজু ভাস্কর্যে গিয়ে এটি শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
৩৬ মিনিট আগেঅবৈধপথে ইতালি যাওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে গিয়ে ফরিদপুরের দুই যুবককে হত্যার ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পরিবারের অভিযোগ, ইতালি যাওয়ার জন্য প্রত্যেক পরিবার দালাল চক্রকে ১৬ লাখ টাকা দেয়। কিন্তু সেই টাকা লিবিয়ার মাফিয়াদের দেওয়া হয়নি বলে তাঁরা ক্ষিপ্ত হয়ে হত্যা করে। হত্যার বিষয়টি ধামাচাপা দিতে বা
১ ঘণ্টা আগেকাগজ দিয়ে পরিবেশবান্ধব কলম তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন বরগুনার আমতলী উপজেলার এক শিক্ষার্থী। তাঁর নাম মো. আমিরুল ইসলাম। তিনি উপজেলার সেকান্দারখালী গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে এবং আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। জানা গেছে, প্লাস্টিকের ব্যবহার কমাতে শিক্ষার্থী আমিরুল এই উদ্যোগ নিয়েছেন। ক
১ ঘণ্টা আগে