Ajker Patrika

পাটগ্রামে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
পাটগ্রামে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত

লালমনিরহাটের পাটগ্রামে স্বামী দুলাল হোসেনের ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী শাহিদা বেগম নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী পলাতক আছে। 

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, নিহত গৃহবধূর লাশ পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আগামীকাল রোববার সকাল লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় সাংসরিক বিষয় নিয়ে স্বামী দুলাল হোসেনের (৪০) সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় স্ত্রী শাহিদা বেগমের (৩৫)। একপর্যায়ে ধারালো বাশিলা (লোহার তৈরি খড়ি ফারাইয়ের অস্ত্র) দিয়ে মাথায় আঘাত করে স্বামী দুলাল হোসেন। এতে মাথায় গভীর খত হলে স্থানীয়রা উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে মারা যায় শাহিদা বেগম। ঘটনার পর থেকে স্বামী দুলাল হোসেন পলাতক রয়েছে। 

থানা-পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশের সুরতহাল করে। এ ঘটনায় নিহতের স্বজনেরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। 

বুড়িমারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খাইরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শুনেছি পারিবারিক কলহের জেরে স্বামী দুলাল হোসেন স্ত্রী শাহিদা বেগমের মাথায় বাশিলা দিয়ে চোট দেয়। ইফতারের সময়ের ঘটনা। তখন লোকজন ব্যস্ত থাকার সুযোগে পালিয়ে যায় দুলাল হোসেন।’ 

পাটগ্রাম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাশিলার আঘাতে গৃহবধূ শাহিদার মাথার খুলি ভেঙে ভেতরে ঢুকে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এতে তাঁর মৃত্যু হয়। হাসপাতালে ওই গৃহবধূকে মৃত অবস্থায় আনা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত