Ajker Patrika

গাইবান্ধায় আশুরা উদযাপনের চাল উত্তোলন নিয়ে সংঘর্ষ, নিহত ১ 

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
আপডেট : ২০ আগস্ট ২০২১, ২২: ৩৯
গাইবান্ধায় আশুরা উদযাপনের চাল উত্তোলন নিয়ে সংঘর্ষ, নিহত ১ 

আশুরা উদযাপন উপলক্ষে চাল তোলা নিয়ে সংঘর্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে বাবলু মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার শান্তিরাম ইউনিয়নের কালিতলা গ্রামে ঘটনা ঘটেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শান্তিরাম কালিতলা গ্রামে আইয়ুব আলী নামে এক ব্যক্তি গ্রামে আশুরা উদযাপন উপলক্ষে চাল সংগ্রহের জন্য যায়। সেখানে একই গ্রামের মৃত নছিম পন্ডিতের ছেলে সুমন মিয়া ও মৃত শহিদুল ইসলামের ছেলে ইউনুস আলীর সঙ্গে চাল সংগ্রহ নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। তর্ক-বিতর্কের একপর্যায়ে আইয়ুব আলীর দুই ছেলে সুমন ও শাহিন লাঠিসোঁটা নিয়ে এসে ইউনুস আলীকে পেটাতে থাকে। 

এ সময় ওই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে বাবলু মিয়া এসে বাধা দিলে সুমন ও শাহিন তাঁকেও বেধড়ক মারপিট করে রক্তাক্ত করে ফেলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা এসে বাবলু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তাঁর মুত্যু হয়। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত সুমন ও শাহিন আটক করে। 

পুলিশ নিহত বাবলু মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠিয়েছে। থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত