Ajker Patrika

১ ভোটে হেরে পুনর্গণনার ২ ভোটে জিতলেন মোবারক

পঞ্চগড় প্রতিনিধি
Thumbnail image

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মাগুরা ইউনিয়নে পুনরায় ভোট গণনায় জিতে গেলেন পরাজিত মেম্বার প্রার্থী। গতকাল বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক এ রায় দেন।

পুনর্গণনায় ৩৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নির্বাচনে পরাজিত প্রার্থী মোবারক হোসেন। তিনি দুই ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। ২০২১ সালের ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি মাত্র এক ভোটের ব্যবধানে পরাজিত হন। ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে টিউবওয়েল মার্কার প্রার্থী মোশারফ হোসেনের কাছে পরাজিত হন তিনি। 

এই ফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গণনার দাবি নিয়ে গত ৫ ডিসেম্বর আদালতে মামলা করেন মোবারক হোসেন। আদালতে দুই প্রার্থী, আইনজীবী এবং সাক্ষীদের উপস্থিতিতে পুনরায় ভোট গণনার আদেশ দেন সিনিয়র সহকারী জজ মো. ইসমাইল হোসেন।

পুনর্গণনায় দেখা যায়, মোবারক হোসেন পেয়েছেন ৩৪৬ ভোট। আর তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকে মোশারফ হোসেন পেয়েছেন ৩৪৪ ভোট। পরে মোবারককে দুই ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত