চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরের পল্লিতে আগুনে তিনটি বাড়ি পুড়ে সব ছাই হয়ে গেছে। বর্তমানে ওই তিন পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছেন। এ ঘটনাটি গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আবদুলপুর ইউনিয়নের দক্ষিণ সুকদেবপুর গ্রামের ফকিরপাড়ায় ঘটেছে। আগুন লাগার ফলে মানুষ ঘর থেকে বের হতে পারলেও ঘরে থাকা টাকাপয়সা, আসবাবসহ গরু, ছাগল, হাঁস, মুরগি পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ির সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। আমার উপার্জনের একমাত্র ব্যাটারিচালিত ভ্যানটিও পুড়ে ছাই হয়েছে। বাড়ির গরু, ছাগল, জমানো ১৮ হাজার টাকাসহ পরনের একমাত্র কাপড়টি বাদে সব পুড়ে ছাই হয়ে গেছে।’
অপর এক বাড়ির মালিক শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘুমিয়ে ছিলাম। পাশের বাড়িতে আগুন লাগার কারণে ওদের চিৎকার চেঁচামেচিতে ঘর থেকে বের হয়ে দেখি আমাদের ঘরের টিনেও দাউ দাউ করে আগুন জ্বলছে। সমিতির ৭০ হাজার টাকাসহ সব আসবাব পুড়ে ছাই হয়ে গেছে।’
এ ঘটনায় স্থানীয় চিরিরবন্দর টেকনিক্যাল এ বি এম কলেজের অধ্যক্ষ ও চিরিরবন্দর আইডিয়াল স্কুলের পরিচালক মমিনুল ইসলাম মমিন তাঁদের টাকা ও কাপড় কিনে দিয়েছে। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছে।
চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহবুব আলম জানান, আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে তিনটি বসতবাড়ির গরু, ছাগল, হাঁস, মুরগিসহ সবকিছু পুড়ে গেছে। আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালিদ হাসান আজকের পত্রিকাকে জানান, ইতিমধ্যে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে দ্রুততম সময়ের মধ্যেই নগদ অর্থসহ সরকারি সহায়তা দেখা হবে।
দিনাজপুরের চিরিরবন্দরের পল্লিতে আগুনে তিনটি বাড়ি পুড়ে সব ছাই হয়ে গেছে। বর্তমানে ওই তিন পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছেন। এ ঘটনাটি গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আবদুলপুর ইউনিয়নের দক্ষিণ সুকদেবপুর গ্রামের ফকিরপাড়ায় ঘটেছে। আগুন লাগার ফলে মানুষ ঘর থেকে বের হতে পারলেও ঘরে থাকা টাকাপয়সা, আসবাবসহ গরু, ছাগল, হাঁস, মুরগি পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ির সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। আমার উপার্জনের একমাত্র ব্যাটারিচালিত ভ্যানটিও পুড়ে ছাই হয়েছে। বাড়ির গরু, ছাগল, জমানো ১৮ হাজার টাকাসহ পরনের একমাত্র কাপড়টি বাদে সব পুড়ে ছাই হয়ে গেছে।’
অপর এক বাড়ির মালিক শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘুমিয়ে ছিলাম। পাশের বাড়িতে আগুন লাগার কারণে ওদের চিৎকার চেঁচামেচিতে ঘর থেকে বের হয়ে দেখি আমাদের ঘরের টিনেও দাউ দাউ করে আগুন জ্বলছে। সমিতির ৭০ হাজার টাকাসহ সব আসবাব পুড়ে ছাই হয়ে গেছে।’
এ ঘটনায় স্থানীয় চিরিরবন্দর টেকনিক্যাল এ বি এম কলেজের অধ্যক্ষ ও চিরিরবন্দর আইডিয়াল স্কুলের পরিচালক মমিনুল ইসলাম মমিন তাঁদের টাকা ও কাপড় কিনে দিয়েছে। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছে।
চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহবুব আলম জানান, আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে তিনটি বসতবাড়ির গরু, ছাগল, হাঁস, মুরগিসহ সবকিছু পুড়ে গেছে। আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালিদ হাসান আজকের পত্রিকাকে জানান, ইতিমধ্যে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে দ্রুততম সময়ের মধ্যেই নগদ অর্থসহ সরকারি সহায়তা দেখা হবে।
মাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
৩৮ মিনিট আগেটঙ্গীতে প্রথম ধাপের বিশ্ব ইজতেমায় ইয়াকুব আলী (৬০) নামের আরেক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইজতেমা ময়দানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে গভীর রাতে তাঁর মৃত্যু হয়। ইয়াকুব আলী হবিগঞ্জের বাহুবল উপজেলার রাধবপুর গ্রামের নওয়াব উল্লাহ ছেলে।
৪০ মিনিট আগেরাজধানীর আদাবরে গত বৃহস্পতিবার দিনদুপুরে ছিনতাইকারীদের চাপাতির কোপে সুমন শেখ (২৬) নামে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
৪১ মিনিট আগেঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
২ ঘণ্টা আগে