Ajker Patrika

নীলফামারীতে বিজিবির চাকরিপ্রত্যাশীদের সড়ক অবরোধ, পরীক্ষা স্থগিত

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ২২: ৪৯
নীলফামারীতে বিজিবির চাকরি প্রত্যাশীদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা
নীলফামারীতে বিজিবির চাকরি প্রত্যাশীদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সৈনিক পদের নিয়োগে অনিয়মের অভিযোগে নীলফামারীতে সড়ক অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা। আজ শনিবার ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের সামনে এই অবরোধ করেন তাঁরা। পরে পরীক্ষা স্থগিতের ঘোষণায় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত অবরোধে সৈয়দপুর-নীলফামারী সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে করে সড়কের উভয় পার্শ্বের দীর্ঘ সারিতে যানবাহন আটকা পড়ে।

চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, নানা অনিয়মের মাধ্যমে লোক নিয়োগের প্রক্রিয়া চলছিল। এতে বিক্ষুব্ধ হয়ে নিয়োগপ্রত্যাশীরা সামনের সড়ক অবরোধ করেন। পরে বেলা সোয়া ১টার দিকে বিজিবির পক্ষ থেকে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলে অবরোধ তুলে নিয়ে স্থান ত্যাগ করেন বিক্ষুব্ধরা।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন চাকরিপ্রত্যাশী বলেন, ‘বিজিবির সৈনিক পদে আমরা পরীক্ষা দিতে এসেছি। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে উপস্থিত হয়েছি। ১ থেকে ১৭ নম্বর সিরিয়াল ডাকার পর ৪৫ সিরিয়াল থেকে ডাকা শুরু করে।

সময়ের পরে যারা এসেছেন, তাঁদের ঢাকা হলেও আগে আসা অনেক প্রার্থীকে ডাকা হচ্ছিল না। তারা মেডিকেল না করেই আমাদের বের করে দিচ্ছে। এ রকম নানা অনিয়মের বিষয়ে প্রতিবাদ করলে আমাদের মাঠ থেকে বের করে দেওয়া হয়। এ অবস্থায় আমরা দুপুর ১২টা থেকে সড়ক অবরোধ করে এর প্রতিবাদ জানালে বিজিবি কর্তৃপক্ষ বেলা সোয়া ১টার দিকে পরীক্ষা স্থগিত ঘোষণা করেন।’

জানতে চাইলে ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আলী আকবর বলেন, ‘আজ শনিবার বিজিবির সৈনিক পদে নিয়োগ ছিল। চাকরিপ্রত্যাশীদের এসএমএসের মাধ্যমে জানানো হয়। নিয়োগ পরীক্ষার জন্য একটি টিম বাইরে থেকে এসেছে। চাকরিপ্রত্যাশীরা দাবি করে তাদের সিরিয়াল ব্রেক করে ডাকা হচ্ছিল।’

তিনি বলেন, ‘তাদের এমন অভিযোগ জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আজকের নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। পরবর্তী সময় আবারও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ জানানো হবে তাদের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত