Ajker Patrika

নির্বাচন বানচালের চেষ্টা করলে প্রতিরোধ গড়ে তোলা হবে: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
Thumbnail image

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। দেশকে এগিয়ে যাওয়ার নির্বাচন। এই নির্বাচন কেউ বানচাল করার চেষ্টা করলে প্রতিরোধ গড়ে তোলা হবে।’ এ জন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। 

আজ বৃহস্পতিবার দিনাজপুরের সেতাবগঞ্জ পৌর এলাকার জয়বাংলা ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম, সহসভাপতি নিশাত প্রমুখ। পরে বিরল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আরেকটি প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত