গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নজরুল ইসলাম (৩৫) নামের এক রিকশাচালক গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। সংসার ছেড়ে স্ত্রী বাবার বাড়িতে যাওয়ায় অভিমানে নজরুল ইসলাম আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
আজ রোববার সন্ধ্যার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম ওই গ্রামের মৃত আঙ্গুর মিয়ার ছেলে।
স্বজনেরা জানায়, নজরুল ইসলাম পেশায় একজন রিকশা চালক। রিকশা চালিয়ে স্ত্রী-সন্তান নিয়ে জীবিকা নির্বাহ করতেন। সংসারে নানা অভাব-অনটনের কারণে প্রায় দুই মাস আগে স্ত্রী বিজলী বেগম দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে মানসিক পীড়ায় ছিলেন নজরুল ইসলাম। এরই অভিমানে রোববার ইফতারির আগে সবার অজান্তে নিজ শয়ন কক্ষে ধর্ণার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সাইদুল ইসলাম বলেন, ‘নজরুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে ঝগড়া-বিবাদ করে সংসার ছেড়ে তাঁর স্ত্রীর বাবার বাড়িতে চলে যান। আর এই অভিমানে নজরুল ইসলাম আত্মহত্যা করছে বলে ধারণা করা হচ্ছে।’
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান আজ রাত ৯টার দিকে দৈনিক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ও পরিবারের লোকজন থানায় অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নজরুল ইসলাম (৩৫) নামের এক রিকশাচালক গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। সংসার ছেড়ে স্ত্রী বাবার বাড়িতে যাওয়ায় অভিমানে নজরুল ইসলাম আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
আজ রোববার সন্ধ্যার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম ওই গ্রামের মৃত আঙ্গুর মিয়ার ছেলে।
স্বজনেরা জানায়, নজরুল ইসলাম পেশায় একজন রিকশা চালক। রিকশা চালিয়ে স্ত্রী-সন্তান নিয়ে জীবিকা নির্বাহ করতেন। সংসারে নানা অভাব-অনটনের কারণে প্রায় দুই মাস আগে স্ত্রী বিজলী বেগম দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে মানসিক পীড়ায় ছিলেন নজরুল ইসলাম। এরই অভিমানে রোববার ইফতারির আগে সবার অজান্তে নিজ শয়ন কক্ষে ধর্ণার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সাইদুল ইসলাম বলেন, ‘নজরুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে ঝগড়া-বিবাদ করে সংসার ছেড়ে তাঁর স্ত্রীর বাবার বাড়িতে চলে যান। আর এই অভিমানে নজরুল ইসলাম আত্মহত্যা করছে বলে ধারণা করা হচ্ছে।’
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান আজ রাত ৯টার দিকে দৈনিক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ও পরিবারের লোকজন থানায় অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডে বিএনপির তারুণ্যের সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের উপস্থিতিতে মাঠের ভেতর-বাইরে লোকারণ্য হয়ে উঠে। তীব্র গরম উপেক্ষা করে চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে আসা এসব নেতা-কর্মীদের ভিড় ছিল এক কিমি জুড়ে। ভিড়ের কারণে নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে
৪ মিনিট আগেমুন্সিগঞ্জ ঘাটে নোঙর করা একটি লঞ্চের ডেকের ওপর দুই তরুণীকে বেল্ট দিয়ে পেটানো সেই যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ। আজ শনিবার বেলা দেড়টার দিকে তাকে মুন্সিগঞ্জ সদর থানায় সদর থানার নেওয়া হয় বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান।
২৩ মিনিট আগেনরসিংদীর শিবপুরে একাধিক মামলার আসামি জুলাই গণ-অভ্যুত্থানের সময় জেলপলাতক আতিকুল ইসলাম ভূইয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে এ তথ্য জানান শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন। এর আগে শুক্রবার (৯ মে) দিবাগত রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গোলাকান্দাইল থেকে তাঁকে গ্রেপ্ত
২৪ মিনিট আগেপানছড়িতে বৈশাখী পূর্ণিমা ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে। আজ শনিবার সংঘ মিত্র বৌদ্ধবিহার থেকে শোভাযাত্রাটি বের হয়ে পানছড়ি জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় বৌদ্ধবিহার এসে শেষ হয়।
৩০ মিনিট আগে