Ajker Patrika

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত, বাবা-ছেলে হাসপাতালে 

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৪: ০৪
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত, বাবা-ছেলে হাসপাতালে 

দিনাজপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়েছেন। আর এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা ও দেড় বছর বয়সী শিশুসন্তান। আজ বুধবার ভোর পৌনে ৫টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মেইন গেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ বুধবার ভোরে বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে মোটরসাইকেলযোগে মো. হোসেন (৪০) তাঁর স্ত্রী ও দুই সন্তানসহ গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে ঈদ করার উদ্দেশ্যে রওনা দেন। তিনি হাউজিং মোড় পেরিয়ে শিফা ডায়াগনস্টিক সেন্টারের সামনে পৌঁছালে একটি তেলের ট্যাংকের লরি মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এ সময় তাঁর স্ত্রী মোছা. বিউটি (৩০) ও কন্যা মোছা. ফাহিমা (১২) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বর্তমানে মো. হোসেন ও তাঁর দেড় বছর বয়সী শিশু হেদায়েত উল্লাহসহ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মো. হোসেন পেশায় শিক্ষক। তিনি বিরলে তেঘরা দারুল হাদিস সালাফিয়্যাহ মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ মো. তানজীরুল ইসলাম জানান, ঘটনাটি মর্মান্তিক। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ মেডিকেল কলেজ হাসপাতালে আছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত