চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ২০টি কার্ডের পণ্য একাই তুলে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বিরুদ্ধে। এমনকি কয়েকজন ক্রেতার কার্ড নিয়ে জমা রেখেছেন বলেও অভিযোগ তোলেন ভুক্তভোগীরা।
ওই ইউপি সদস্যের নাম মোতালেব হোসেন। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
ওই এলাকার কয়েকজন ভুক্তভোগী কার্ডধারী জানান, নিয়মিত টিসিবি পণ্য কিনতেন কার্ড দেন। কিন্তু নতুন নিয়মের কথা বলে কার্ড জমা নেন ইউপি সদস্য মোতালেব হোসেন। এরপর আর ফেরত দেননি তিনি।
এদিকে লাভের আশায় কার্ডধারীদের টিসিবি পণ্য ইউপি সদস্য একাই তুলে নিচ্ছেন এমন অভিযোগ করেছেন উপজেলার টিসিবি ডিলার মুবিন স্টোরের প্রতিনিধি মো. মোস্তাকিম হোসেন।
মোস্তাকিম হোসেন জানান, গত ৩০ মার্চ তেঁতুলিয়া ইউনিয়নে কার্ডধারীদের মধ্যে টিসিবি পণ্য বিতরণ করা হয়। এ সময় ইউপি সদস্য মোতালেব হোসেন একাই ১৫টি কার্ডের মালামাল তোলেন। তাঁর ভাই শহিদুল ইসলাম একই দিনে ১০টি কার্ড ও তাঁদের সহযোগী দুজনের ৫টি করে আরও ১০টি কার্ডের টিসিবি পণ্য তোলেন।
মোস্তাকিম হোসেন বলেন, একজনেই এতগুলো কার্ড কেন? এ বিষয়ে তাঁদের কাছে জানতে চাইলে ইউপি সদস্য মোতালেব হোসেন হুমকি দিয়ে বলেন, ‘কার্ড যার, মাল তার। এত কথা বলা যাবে না। না হলে অনিয়ম দেখিয়ে ডিলার পয়েন্ট বন্ধ করে দেব।’
ওই ইউনিয়নের নুর ইসলাম ভুট্ট, রমজান মিস্ত্রি, হাচেন আলী, ছাত্তার হোসেনসহ আরও অনেকে জানান, তাঁদের কাছে কার্ড নেই। এ কারণে টিসিবি পণ্য কিনতে পারছেন না তাঁরা। পরে ডিলারের কাছ থেকে জানতে পান প্রায় ২০টি কার্ড দিয়ে ইউপি সদস্য মোতালেব হোসেন ও তাঁর ভাই একাই মালামাল তুলছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, এ বিষয়ে তাঁর কাছে একাধিকবার জানতে চাইলে তিনি বলেন তোমাদের কার্ড নারী ইউপি সদস্য স্বপ্না রানীর কাছে আছে। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমার কাছে নেই, মোতালেবের কাছে কার্ড আছে।’
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য মোতালেব হোসেনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. আজগার আলী বলেন, ‘মোতালেবের বিরুদ্ধে টিসিবি পণ্য নিয়ে নানা অনিয়মের অভিযোগ ওই এলাকার স্থানীয়রা দিয়েছেন। এ ছাড়া তিনি আমাকে মিথ্যা কথা বলে ১০ এপ্রিল একটি ফাঁকা কাগজে সই নিয়েছেন। পরে জানতে পারি তিনি টিসিবি ডিলার মুবিন স্টোরের প্রতিনিধি মো. মোস্তাকিম হোসেনের বিরুদ্ধে সেই কাগজে তাঁর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করবেন। যাতে তাঁর বিরুদ্ধে পরবর্তী সময় কেউ আর কথা না বলে।’
দিনাজপুরের চিরিরবন্দরের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ২০টি কার্ডের পণ্য একাই তুলে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বিরুদ্ধে। এমনকি কয়েকজন ক্রেতার কার্ড নিয়ে জমা রেখেছেন বলেও অভিযোগ তোলেন ভুক্তভোগীরা।
ওই ইউপি সদস্যের নাম মোতালেব হোসেন। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
ওই এলাকার কয়েকজন ভুক্তভোগী কার্ডধারী জানান, নিয়মিত টিসিবি পণ্য কিনতেন কার্ড দেন। কিন্তু নতুন নিয়মের কথা বলে কার্ড জমা নেন ইউপি সদস্য মোতালেব হোসেন। এরপর আর ফেরত দেননি তিনি।
এদিকে লাভের আশায় কার্ডধারীদের টিসিবি পণ্য ইউপি সদস্য একাই তুলে নিচ্ছেন এমন অভিযোগ করেছেন উপজেলার টিসিবি ডিলার মুবিন স্টোরের প্রতিনিধি মো. মোস্তাকিম হোসেন।
মোস্তাকিম হোসেন জানান, গত ৩০ মার্চ তেঁতুলিয়া ইউনিয়নে কার্ডধারীদের মধ্যে টিসিবি পণ্য বিতরণ করা হয়। এ সময় ইউপি সদস্য মোতালেব হোসেন একাই ১৫টি কার্ডের মালামাল তোলেন। তাঁর ভাই শহিদুল ইসলাম একই দিনে ১০টি কার্ড ও তাঁদের সহযোগী দুজনের ৫টি করে আরও ১০টি কার্ডের টিসিবি পণ্য তোলেন।
মোস্তাকিম হোসেন বলেন, একজনেই এতগুলো কার্ড কেন? এ বিষয়ে তাঁদের কাছে জানতে চাইলে ইউপি সদস্য মোতালেব হোসেন হুমকি দিয়ে বলেন, ‘কার্ড যার, মাল তার। এত কথা বলা যাবে না। না হলে অনিয়ম দেখিয়ে ডিলার পয়েন্ট বন্ধ করে দেব।’
ওই ইউনিয়নের নুর ইসলাম ভুট্ট, রমজান মিস্ত্রি, হাচেন আলী, ছাত্তার হোসেনসহ আরও অনেকে জানান, তাঁদের কাছে কার্ড নেই। এ কারণে টিসিবি পণ্য কিনতে পারছেন না তাঁরা। পরে ডিলারের কাছ থেকে জানতে পান প্রায় ২০টি কার্ড দিয়ে ইউপি সদস্য মোতালেব হোসেন ও তাঁর ভাই একাই মালামাল তুলছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, এ বিষয়ে তাঁর কাছে একাধিকবার জানতে চাইলে তিনি বলেন তোমাদের কার্ড নারী ইউপি সদস্য স্বপ্না রানীর কাছে আছে। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমার কাছে নেই, মোতালেবের কাছে কার্ড আছে।’
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য মোতালেব হোসেনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. আজগার আলী বলেন, ‘মোতালেবের বিরুদ্ধে টিসিবি পণ্য নিয়ে নানা অনিয়মের অভিযোগ ওই এলাকার স্থানীয়রা দিয়েছেন। এ ছাড়া তিনি আমাকে মিথ্যা কথা বলে ১০ এপ্রিল একটি ফাঁকা কাগজে সই নিয়েছেন। পরে জানতে পারি তিনি টিসিবি ডিলার মুবিন স্টোরের প্রতিনিধি মো. মোস্তাকিম হোসেনের বিরুদ্ধে সেই কাগজে তাঁর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করবেন। যাতে তাঁর বিরুদ্ধে পরবর্তী সময় কেউ আর কথা না বলে।’
গাজীপুরে টঙ্গীতে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গীর মরকুন কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় পোশাক কারখানার এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শ্রমিকেরা আজ সোমবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সেই সঙ্গে কারখানায় ভাঙচুর এবং কয়েকটি যানবাহনে আগুন দিয়েছেন। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে...
৯ মিনিট আগেজিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।
৪৩ মিনিট আগেখুলনায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে এক নারী গুরুতর জখম হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে নগরীর মির্জাপুর সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। আহত নারীর নাম মিনা বেগম (৫০)। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
১ ঘণ্টা আগে