ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের দুই দিন পর নিজ মাদ্রাসার কক্ষ থেকে এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার পরশুরামেরকুটি তামিরুল উম্মাহ নুরানি মাদ্রাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মাদ্রাসা শিক্ষক আবু তালেব (৩০)। তিনি বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। গত মঙ্গলবার ফজরের নামাজের পর থেকে তিনি নিখোঁজ হন।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে বাড়ির পাশের মসজিদে ফজরের নামাজ পড়তে যান আবু তালেব। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেনি। আজ দুপুরে পর মাদ্রাসার একটি কক্ষের মেঝেতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহতের ছোট ভাই রেজাউল ইসলাম বলেন, ‘মঙ্গলবার ফজরের নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আমার ভাই আর বাড়িতে ফেরেন নাই। মাদ্রাসা ঈদের বন্ধ থাকায় তিনি সেখানে যাবেন এটা আমাদের ভাবনায় আসেনি। ভাইকে দু’দিন বিভিন্ন জায়গায় খোঁজার পর আজ দুপুরে মাদ্রাসায় গিয়ে মেঝেতে তার লাশ পড়ে থাকতে দেখতে পাই। এ সময় মাদ্রাসার গেট ও দরজা খোলা ছিল।’
সিনিয়র সহকারী পুলিশ সুপার মোরশেদুল হাসান জানান, ‘মাদ্রাসা শিক্ষকের মৃত্যু প্রাথমিকভাবে অস্বাভাবিক বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের দুই দিন পর নিজ মাদ্রাসার কক্ষ থেকে এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার পরশুরামেরকুটি তামিরুল উম্মাহ নুরানি মাদ্রাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মাদ্রাসা শিক্ষক আবু তালেব (৩০)। তিনি বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। গত মঙ্গলবার ফজরের নামাজের পর থেকে তিনি নিখোঁজ হন।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে বাড়ির পাশের মসজিদে ফজরের নামাজ পড়তে যান আবু তালেব। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেনি। আজ দুপুরে পর মাদ্রাসার একটি কক্ষের মেঝেতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহতের ছোট ভাই রেজাউল ইসলাম বলেন, ‘মঙ্গলবার ফজরের নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আমার ভাই আর বাড়িতে ফেরেন নাই। মাদ্রাসা ঈদের বন্ধ থাকায় তিনি সেখানে যাবেন এটা আমাদের ভাবনায় আসেনি। ভাইকে দু’দিন বিভিন্ন জায়গায় খোঁজার পর আজ দুপুরে মাদ্রাসায় গিয়ে মেঝেতে তার লাশ পড়ে থাকতে দেখতে পাই। এ সময় মাদ্রাসার গেট ও দরজা খোলা ছিল।’
সিনিয়র সহকারী পুলিশ সুপার মোরশেদুল হাসান জানান, ‘মাদ্রাসা শিক্ষকের মৃত্যু প্রাথমিকভাবে অস্বাভাবিক বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৬ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৭ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৭ ঘণ্টা আগে