Ajker Patrika

রংপুর চিনিকল চালুর দাবিতে মহিমাগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৮: ১৯
রংপুর চিনিকল চালুর দাবিতে মহিমাগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বন্ধ করে দেওয়া গাইবান্ধার কৃষিভিত্তিক একমাত্র ভারী শিল্পকারখানা গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকল পুনরায় চালুসহ বকেয়া টাকা ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। আজ দুপুরে চিনিকল প্রাঙ্গণে রংপুর চিনিকল পুনরায় চালু ও রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

প্রথমে চিনিকলের প্রধান গেটে বিক্ষোভ ও পরে সেখানেই মানববন্ধন করা হয়। এ সময় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্মসূচিতে যোগ দিলে তা বড় সমাবেশে রূপ নেয়।

এ সময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী সরকার বিনা কারণে গাইবান্ধার একমাত্র কৃষিভিত্তিক ভারী শিল্পকারখানা রংপুর চিনিকলসহ ছয়টি চিনিকলকে অন্যায়ভাবে বন্ধ করে একটি অশুভ সিন্ডিকেটের হাতে দেশের চিনির বাজার তুলে দিয়েছিল। এ কারণে চিনির দাম এক লাফে প্রায় চার গুণ বেড়ে যায়। পাশাপাশি এই চিনিকলের কাজ নেই, মজুরি নেই চুক্তিভিত্তিক কর্মীদের বেতন থেকে অবৈধভাবে দেড় কোটি টাকা কেটে রেখে তা&দের মানবেতর জীবন যাপনে বাধ্য করে।

চিনিকল-৩অবিলম্বে চিনিকল চালু করা ও গরিব শ্রমিক-কর্মচারীদের পাওনা টাকা ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দ্রুততম সময়ে এ দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

চিনিকল-৪ছাত্রনেতা মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন শ্রমিক নেতা আবু সুফিয়ান সুজা, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সোহেল, আবু বক্কর সিদ্দিক, রবিউল ইসলাম খাজা, অধ্যাপক নূরুল ইসলাম সরকার, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাবু মিয়া, মোটরশ্রমিক নেতা লাবু মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাজ্জাদ হোসেন সাগর, ছাত্রনেতা নূর আলম, নূরে আলম সিদ্দিক, শিক্ষার্থী অর্ণব, ছাত্রনেতা রাহেলা সিদ্দিকা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত