Ajker Patrika

রৌমারীতে ১৮১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার 

কুড়িগ্রাম প্রতিনিধি
রৌমারীতে ১৮১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার 

কুড়িগ্রামের রৌমারীতে ১৮১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চর শৌলমারী বাজারের একটি বসতবাড়ি ও দুটি গুদাম থেকে এসব চিনি উদ্ধারের ঘটনা ঘটে। প্রতি বস্তায় ৫০ কেজি করে চিনি রয়েছে। 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান ১৮১ বস্তা ভারতীয় চিনি উদ্ধারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। 

পুলিশ জানায়, রৌমারী থানার ওসি আব্দুল্লা হিল জামানের নেতৃত্বে চর শৌলমারী বাজারের একটি বসতবাড়ি ও একটি গোডাউনে অভিযান চালায় পুলিশ। এ সময় আমির চাঁন (৪৫) ও চান্দু মিয়া (৫৫) নামের দুই অবৈধ মজুতকারী পালিয়ে যান। 

গুদাম তালাবদ্ধ থাকায় সহকারী কমিশনার (ভূমি) মো. আছিফ উদ্দীন মিয়া ও রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তালা ভাঙার ব্যবস্থা করেন। তাঁদের উপস্থিতিতে আমির চাঁনের বাড়ি থেকে ৩০ বস্তা, চর শৌলমারী বাজারে অবস্থিত তাঁর গুদাম থেকে ১২৫ বস্তা এবং একই বাজারের চান্দু মিয়ার গুদাম থেকে ২৬ বস্তা চিনি উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৫০ কেজি করে প্রায় ৯ মেট্রিক টন চিনি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। 

ওসি আব্দুল্লা হিল জামান বলেন, ‘ভারতীয় বস্তায় প্যাকেটজাত করা এসব চিনি উপজেলার কাউয়ার চর দিয়ে অবৈধ পথে এনে মজুত করা হয়েছে। চোরাচালানে জড়িত আমির চাঁন ও চান্দু মিয়া পলাতক রয়েছেন।’ 

ওসি বলেন, ‘জব্দ চিনি থানায় নেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযোগ ওঠা দুজনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।’ 

স্থানীয় একাধিক সূত্র জানায়, উলিপুর উপজেলার সাহেবের আলগা ও রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদ এবং রৌমারী উপজেলার হলহলিয়া ও জিঞ্জিরাম নদী হয়ে নৌপথে ভারতীয় চিনি রৌমারীর বিভিন্ন এলাকায় নিয়মিত প্রবেশ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত