গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাচন কার্যালয় থেকে স্মার্ট এনআইডি কার্ড বিতরণে গত নয় মাসে আগের এনআইডি কার্ড হারানোর মাশুল বাবদই আয় হয়েছে প্রায় ২৬ লাখ টাকা।
উপজেলা নির্বাচন কার্যালয়ে সূত্রে জানা গেছে, এ বছরের ১০ জানুয়ারি থেকে মাঠপর্যায় স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হয়। নির্দিষ্ট সময়ে মাঠপর্যায় বিতরণে পর এখন উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রতি সপ্তাহের রোববার ও বুধবার বিতরণ করা হচ্ছে। নিজ নামে স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে আসা ব্যক্তিকে আগের এনআইডি কার্ড জমা দিতে হয়। এরপর অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে স্মার্ট এনআইডি কার্ড দেওয়া হয়।
যারা আগে এনআইডি কার্ড হারিয়ে ফেলেছেন তাঁদের নিয়ম অনুযায়ী চালানের মাধ্যমে নির্ধারিত কোডে সোনালী ব্যাংকে ভ্যাটসহ ৩৪৫ টাকা জমা দিতে হয়। জমাকৃত চালানের কপি জমা দিয়ে স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে হয়।
উপজেলায় ১০ জানুয়ারি থেকে ১ লাখ ৮৯ হাজার ৪৬৪টি স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৬০ হাজার ৭২১টি স্মার্ট কার্ড বিতরণ হয়। এ সময়ের মধ্যে ৭ হাজার ৪৯৭ জন আগের এনআইডি হারানোর মাশুল বাবদ প্রত্যেকে ভ্যাটসহ ৩৪৫ টাকা হারে ব্যাংকে জমা দেন। সে হিসাবে এই নয় মাসে এ বাবদ আদায় হয়েছে ২৫ লাখ ৮৬ হাজার ৪৬৫ টাকা।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা আইনুল হক বলেন, ‘স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে হলে ব্যক্তিকে তাঁর আগের আইডি কার্ডটি জমা দিতে হবে। যারা আগের আইডি কার্ড হারিয়ে ফেলেছেন তাঁদের সরকারি নিয়ম মোতাবেক ফি ও ভ্যাট আলাদা কোডে সোনালী ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংকে জমাকৃত অর্থের কপি জমা দিয়ে স্মার্ট আইডি কার্ড সংগ্রহ করতে হয়। সে নিয়মে এ অর্থ জমা হয়েছে। এ অর্থে আমাদের হাত দেওয়ার সুযোগ নেই, এটা সরকারের রাজস্ব আদায়।’
রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাচন কার্যালয় থেকে স্মার্ট এনআইডি কার্ড বিতরণে গত নয় মাসে আগের এনআইডি কার্ড হারানোর মাশুল বাবদই আয় হয়েছে প্রায় ২৬ লাখ টাকা।
উপজেলা নির্বাচন কার্যালয়ে সূত্রে জানা গেছে, এ বছরের ১০ জানুয়ারি থেকে মাঠপর্যায় স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হয়। নির্দিষ্ট সময়ে মাঠপর্যায় বিতরণে পর এখন উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রতি সপ্তাহের রোববার ও বুধবার বিতরণ করা হচ্ছে। নিজ নামে স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে আসা ব্যক্তিকে আগের এনআইডি কার্ড জমা দিতে হয়। এরপর অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে স্মার্ট এনআইডি কার্ড দেওয়া হয়।
যারা আগে এনআইডি কার্ড হারিয়ে ফেলেছেন তাঁদের নিয়ম অনুযায়ী চালানের মাধ্যমে নির্ধারিত কোডে সোনালী ব্যাংকে ভ্যাটসহ ৩৪৫ টাকা জমা দিতে হয়। জমাকৃত চালানের কপি জমা দিয়ে স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে হয়।
উপজেলায় ১০ জানুয়ারি থেকে ১ লাখ ৮৯ হাজার ৪৬৪টি স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৬০ হাজার ৭২১টি স্মার্ট কার্ড বিতরণ হয়। এ সময়ের মধ্যে ৭ হাজার ৪৯৭ জন আগের এনআইডি হারানোর মাশুল বাবদ প্রত্যেকে ভ্যাটসহ ৩৪৫ টাকা হারে ব্যাংকে জমা দেন। সে হিসাবে এই নয় মাসে এ বাবদ আদায় হয়েছে ২৫ লাখ ৮৬ হাজার ৪৬৫ টাকা।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা আইনুল হক বলেন, ‘স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে হলে ব্যক্তিকে তাঁর আগের আইডি কার্ডটি জমা দিতে হবে। যারা আগের আইডি কার্ড হারিয়ে ফেলেছেন তাঁদের সরকারি নিয়ম মোতাবেক ফি ও ভ্যাট আলাদা কোডে সোনালী ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংকে জমাকৃত অর্থের কপি জমা দিয়ে স্মার্ট আইডি কার্ড সংগ্রহ করতে হয়। সে নিয়মে এ অর্থ জমা হয়েছে। এ অর্থে আমাদের হাত দেওয়ার সুযোগ নেই, এটা সরকারের রাজস্ব আদায়।’
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে অগ্নিকাণ্ড তদন্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার (২০ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৫ মিনিট আগেগাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
১ ঘণ্টা আগে‘নতুন একটি রাজনৈতিক দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা নাকি সংস্কার, অংশীদারত্বের রাজনীতি, গণ-অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। তোমরা নতুন ছাত্রদের দল, জামায়াতের সঙ্গে পাল্লা দিতে হলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না।’
১ ঘণ্টা আগেদুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারি করেন।
১ ঘণ্টা আগে