Ajker Patrika

লালমনিরহাটে ১৬৫ মামলায় জরিমানা অর্ধলাখ টাকা 

প্রতিনিধি, লালমনিরহাট
আপডেট : ১০ জুলাই ২০২১, ১০: ২৮
লালমনিরহাটে ১৬৫ মামলায় জরিমানা অর্ধলাখ টাকা 

সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১৬৫টি মামলায় ৫৫ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার জেলা প্রশাসনের ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করেন।

এ সময় সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে না চলায় বিভিন্ন দোকানপাট, বাজারে অভিযান পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করার পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করা হয়।

লালমনিরহাটের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহসিন কবীর বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বিস্তার রোধে জেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত