Ajker Patrika

গাইবান্ধায় ট্রাকচাপায় নারী নিহত

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৬: ০৫
গাইবান্ধায় ট্রাকচাপায় নারী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় রওশন আরা (২৮) নামে এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ শহরের জাহানারা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত রওশন আরা উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া গ্রামের অপু মিয়ার মেয়ে। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রংপুরগামী একটি ট্রাক গোবিন্দগঞ্জে শহরের জাহানারা মার্কেটের সামনে ওই নারীকে ধাক্কা দিলে তিনি মহাসড়কের ওপর ছিটকে পরে যান। এরপর ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় মহাসড়কের ওপরই ট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়ে যান। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পরে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাক ও মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। ওই নারী প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মাহবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, নিহতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত নারীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে তাঁদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত