প্রতিনিধি, পঞ্চগড়
মৌখিক তিন তালাকের জেরে পঞ্চগড়ে এক দম্পতিকে দুই মাস ধরে একঘরে করে রেখেছেন সমাজপতিরা। নির্মম ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের ছলিমনগর এলাকায়।
জানা গেছে, ছলিমনগর এলাকায় আয়নাল হক ও জমিরন বেগম প্রায় ৩০ বছর ধরে সংসার করে আসছেন। তাঁদের সংসারে চার সন্তানসহ নাতিপুতিও আছে। দরিদ্র ওই পরিবারের টানাটানির সংসারে দুই মাস আগে হঠাৎ করে স্বামী–স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়ে ঝগড়া-বিবাদের সৃষ্টি হয়। পরে একপর্যায়ে রাগের বসে তাঁরা একে অপরকে তিন তালাক দিয়েছিলেন। বিষয়টি জানাজানি হলে ছলিমনগর জামে মসজিদের সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, শাহজান আলী, ইমান আলী, হাফেজ মোস্তফা কামাল, জুলহাস, সুরমান মেম্বার, আমির চাঁদ, আব্দুর রশিদ, দেলোয়ার হোসেনসহ স্থানীয় বেশ কয়েকজন সমাজপতি বিষয়টি নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে তাঁরা পার্শ্ববর্তী এলাকার মাওনালা মুফতি আনোয়ার হোসাইন ও হাফেজ মোস্তফা কামাল নামে দুজন আলেমকে নিয়ে এলে তাঁরা দুজন জমিরন বেগমকে হিল্লা বিয়ে দেওয়ার পর আবার বিয়ে করে সংসার করার ফতোয়া দেন। তা না হলে আয়নাল ও জমিরন একসঙ্গে সংসার ও বসবাস করতে পারবেন না বলে জানান তাঁরা। আর এই নিয়ম না মানলে সমাজচ্যুত করার হুমকি দেওয়া হয় আয়নাল হক ও জমিরন বেগমকে।
এদিকে স্বামী আয়নাল ও স্ত্রী জমিরন উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হলে তাঁরা সমাজপতিদের সিদ্ধান্ত না মেনে দিনাজপুর খানসামা উপজেলায় জনৈক মাওলানার বাড়ি গিয়ে বিয়ে করে সংসার শুরু করেন। পরে সমাজপতিরা ক্ষুব্ধ হয়ে ছলিমনগর জামে মসজিদ সমাজের সব সদস্যকে তাঁদের সঙ্গে কথা বলা, বাড়িতে যাতায়াত, কোনো জিনিসপত্র আদান-প্রদান, হাটবাজারসহ সবকিছুতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বর্তমানে ওই দম্পতি সমাজের কারও সঙ্গে চলতে–ফিরতে পারছেন না। গ্রামের কোনো দোকান ওই দম্পতির কাছে কোনো পণ্য বিক্রি করছেন না, তাঁদের কোথাও কোনো কাজেও নেওয়া হচ্ছে না। সমাজপতিদের চাপে দীর্ঘ দুই মাস ধরে তাঁরা একঘরে অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। সমাজপতিরা ওই দম্পতির ভাই, ছেলে, পরিবারের অন্য সদস্য এবং আত্মীয়স্বজনকেও তাঁদের সঙ্গে দেখা করতে নিষেধ করে দিয়েছেন। যোগাযোগ করা হলে তাঁদেরও একঘরে করা হবে এবং ৫০০ টাকা জরিমানা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজপতিরা স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত করায় ভুক্তভোগী জমিরন নেছা গত সোমবার দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসানের বরাবর ১০ সমাজপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
সুন্দরদীঘি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লক্ষণ চন্দ্র রায় জানান, আয়নাল ও জমিরন নেছা দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া–বিবাদ হয়ে আসছিল। দুই মাস আগে তাঁরা নিজেরা ঝগড়া করে একে অপরকে তালাক দিয়েছিলেন বলে আমি শুনেছি তাঁদের একঘরে করে রাখা হয়েছে। আমি স্থানীয় কয়েকজন সমাজপতির সঙ্গে বিষয়টি নিয়ে বসেছিলাম, কিন্তু ইসলামি আইনকানুনের কথা বলে তাঁরা হিল্লা বিয়ে দিতে ইচ্ছুক। আমার কথা তাঁরা না শোনায় পরে আমি এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারিনি। পরে শুনেছি আয়নাল হক তাঁর বাসায় এবং তাঁর স্ত্রী জমিরন ছেলে ওমর ফারুকের বাসায় বসবাস করছেন।
এ বিষয়ে ছলিমনগর জামে মসজিদের সভাপতি নাসিরউদ্দিন ও সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম জানান, স্থানীয় সমাজের বৈঠকে লোকজনের উপস্থিততে মুফতি আনোয়ার হোসাইন ও হাফেজ মোস্তফা কামাল আয়নাল ও তাঁর স্ত্রী জমিরনকে সমাজ থেকে বয়কট এবং সমাজের লোকজনের সঙ্গে চলাচলে নিষেধাজ্ঞার ফতোয়া দেন ৷ মুফতি আনোয়ার হোসাইন ও হাফেজ মোস্তফা কামাল বলেছেন যে জমিরন মুখ দিয়ে বাইন তালাকের কথা বলায় তালাক হয়ে গেছে। জমিরনকে হিল্লা বিয়ে দিতে হবে। এর আগে তাঁর চেহারা দেখা যাবে না। তাঁকে বাড়ি থেকে বের করে দিতে হবে। সমাজচ্যুত করতে হবে। সমাজের কোনো লোকজন তাঁদের সঙ্গে ওঠাবসা করতে পারবে না।
এ বিষয়ে আয়নাল হক ও জমিরন বেগমের বড় ছেলে ওমর ফারুক বলেন, `আমার বাবা-মায়ের তালাকের বিষয়টি নিয়ে মসজিদে সমাজপতিরা একাধিকবার বৈঠক করেছেন ৷ সর্বশেষ বৈঠকে সমাজপতিরা বাবা–মাকে আলাদা করে দিয়েছেন সমাজ থেকে। আমাদের বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করতে দেন না তাঁরা। তাঁদের সঙ্গে যোগাযোগ করা হলে আমাদেরও একঘরে করে রাখা হবে এবং ৫০০ টাকা জরিমানা করা হবে বলে সিদ্ধান্ত দেন। কিন্তু আমার মা–বাবা তাঁদের নিজেদের ভুল বুঝতে পেরে মাওলানার কাছে গিয়ে আবার বিয়ে করেন। তার পরও সমাজপতিরা আমাদের ওপর চাপ অব্যাহত রেখেছেন। তারা আমাদের স্বাভাবিক জীবনযাপনে বাধা দিচ্ছেন।'
এদিকে লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. প্রত্যয় হাসান বলেন, `স্থানীয়ভাবে উভয় পক্ষের সঙ্গে বসে মীমাংসার জন্য স্থানীয় চেয়ারম্যানকে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিয়ে ছলিমনগর গ্রামে বৈঠকের আয়োজন করা হয়েছে। আমি নিজেও সেখানে উপস্থিত থাকব।'
মৌখিক তিন তালাকের জেরে পঞ্চগড়ে এক দম্পতিকে দুই মাস ধরে একঘরে করে রেখেছেন সমাজপতিরা। নির্মম ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের ছলিমনগর এলাকায়।
জানা গেছে, ছলিমনগর এলাকায় আয়নাল হক ও জমিরন বেগম প্রায় ৩০ বছর ধরে সংসার করে আসছেন। তাঁদের সংসারে চার সন্তানসহ নাতিপুতিও আছে। দরিদ্র ওই পরিবারের টানাটানির সংসারে দুই মাস আগে হঠাৎ করে স্বামী–স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়ে ঝগড়া-বিবাদের সৃষ্টি হয়। পরে একপর্যায়ে রাগের বসে তাঁরা একে অপরকে তিন তালাক দিয়েছিলেন। বিষয়টি জানাজানি হলে ছলিমনগর জামে মসজিদের সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, শাহজান আলী, ইমান আলী, হাফেজ মোস্তফা কামাল, জুলহাস, সুরমান মেম্বার, আমির চাঁদ, আব্দুর রশিদ, দেলোয়ার হোসেনসহ স্থানীয় বেশ কয়েকজন সমাজপতি বিষয়টি নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে তাঁরা পার্শ্ববর্তী এলাকার মাওনালা মুফতি আনোয়ার হোসাইন ও হাফেজ মোস্তফা কামাল নামে দুজন আলেমকে নিয়ে এলে তাঁরা দুজন জমিরন বেগমকে হিল্লা বিয়ে দেওয়ার পর আবার বিয়ে করে সংসার করার ফতোয়া দেন। তা না হলে আয়নাল ও জমিরন একসঙ্গে সংসার ও বসবাস করতে পারবেন না বলে জানান তাঁরা। আর এই নিয়ম না মানলে সমাজচ্যুত করার হুমকি দেওয়া হয় আয়নাল হক ও জমিরন বেগমকে।
এদিকে স্বামী আয়নাল ও স্ত্রী জমিরন উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হলে তাঁরা সমাজপতিদের সিদ্ধান্ত না মেনে দিনাজপুর খানসামা উপজেলায় জনৈক মাওলানার বাড়ি গিয়ে বিয়ে করে সংসার শুরু করেন। পরে সমাজপতিরা ক্ষুব্ধ হয়ে ছলিমনগর জামে মসজিদ সমাজের সব সদস্যকে তাঁদের সঙ্গে কথা বলা, বাড়িতে যাতায়াত, কোনো জিনিসপত্র আদান-প্রদান, হাটবাজারসহ সবকিছুতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বর্তমানে ওই দম্পতি সমাজের কারও সঙ্গে চলতে–ফিরতে পারছেন না। গ্রামের কোনো দোকান ওই দম্পতির কাছে কোনো পণ্য বিক্রি করছেন না, তাঁদের কোথাও কোনো কাজেও নেওয়া হচ্ছে না। সমাজপতিদের চাপে দীর্ঘ দুই মাস ধরে তাঁরা একঘরে অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। সমাজপতিরা ওই দম্পতির ভাই, ছেলে, পরিবারের অন্য সদস্য এবং আত্মীয়স্বজনকেও তাঁদের সঙ্গে দেখা করতে নিষেধ করে দিয়েছেন। যোগাযোগ করা হলে তাঁদেরও একঘরে করা হবে এবং ৫০০ টাকা জরিমানা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজপতিরা স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত করায় ভুক্তভোগী জমিরন নেছা গত সোমবার দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসানের বরাবর ১০ সমাজপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
সুন্দরদীঘি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লক্ষণ চন্দ্র রায় জানান, আয়নাল ও জমিরন নেছা দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া–বিবাদ হয়ে আসছিল। দুই মাস আগে তাঁরা নিজেরা ঝগড়া করে একে অপরকে তালাক দিয়েছিলেন বলে আমি শুনেছি তাঁদের একঘরে করে রাখা হয়েছে। আমি স্থানীয় কয়েকজন সমাজপতির সঙ্গে বিষয়টি নিয়ে বসেছিলাম, কিন্তু ইসলামি আইনকানুনের কথা বলে তাঁরা হিল্লা বিয়ে দিতে ইচ্ছুক। আমার কথা তাঁরা না শোনায় পরে আমি এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারিনি। পরে শুনেছি আয়নাল হক তাঁর বাসায় এবং তাঁর স্ত্রী জমিরন ছেলে ওমর ফারুকের বাসায় বসবাস করছেন।
এ বিষয়ে ছলিমনগর জামে মসজিদের সভাপতি নাসিরউদ্দিন ও সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম জানান, স্থানীয় সমাজের বৈঠকে লোকজনের উপস্থিততে মুফতি আনোয়ার হোসাইন ও হাফেজ মোস্তফা কামাল আয়নাল ও তাঁর স্ত্রী জমিরনকে সমাজ থেকে বয়কট এবং সমাজের লোকজনের সঙ্গে চলাচলে নিষেধাজ্ঞার ফতোয়া দেন ৷ মুফতি আনোয়ার হোসাইন ও হাফেজ মোস্তফা কামাল বলেছেন যে জমিরন মুখ দিয়ে বাইন তালাকের কথা বলায় তালাক হয়ে গেছে। জমিরনকে হিল্লা বিয়ে দিতে হবে। এর আগে তাঁর চেহারা দেখা যাবে না। তাঁকে বাড়ি থেকে বের করে দিতে হবে। সমাজচ্যুত করতে হবে। সমাজের কোনো লোকজন তাঁদের সঙ্গে ওঠাবসা করতে পারবে না।
এ বিষয়ে আয়নাল হক ও জমিরন বেগমের বড় ছেলে ওমর ফারুক বলেন, `আমার বাবা-মায়ের তালাকের বিষয়টি নিয়ে মসজিদে সমাজপতিরা একাধিকবার বৈঠক করেছেন ৷ সর্বশেষ বৈঠকে সমাজপতিরা বাবা–মাকে আলাদা করে দিয়েছেন সমাজ থেকে। আমাদের বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করতে দেন না তাঁরা। তাঁদের সঙ্গে যোগাযোগ করা হলে আমাদেরও একঘরে করে রাখা হবে এবং ৫০০ টাকা জরিমানা করা হবে বলে সিদ্ধান্ত দেন। কিন্তু আমার মা–বাবা তাঁদের নিজেদের ভুল বুঝতে পেরে মাওলানার কাছে গিয়ে আবার বিয়ে করেন। তার পরও সমাজপতিরা আমাদের ওপর চাপ অব্যাহত রেখেছেন। তারা আমাদের স্বাভাবিক জীবনযাপনে বাধা দিচ্ছেন।'
এদিকে লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. প্রত্যয় হাসান বলেন, `স্থানীয়ভাবে উভয় পক্ষের সঙ্গে বসে মীমাংসার জন্য স্থানীয় চেয়ারম্যানকে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিয়ে ছলিমনগর গ্রামে বৈঠকের আয়োজন করা হয়েছে। আমি নিজেও সেখানে উপস্থিত থাকব।'
রাজধানীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় ১ ঘণ্টা পর উদ্ধার করা হয় এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে। তখনো তাঁর দেহে প্রাণ ছিল। প্যারাস্যুট না খোলায় পাইলট অনিয়ন্ত্রিত গতিতে মূল দুর্ঘটনাস্থলের অদূরেই পড়ে গুরুতর আহত হন। তবে ভয়াবহ..
৫ ঘণ্টা আগেঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে উজিরপুরের জয়শ্রী পর্যন্ত ২৩ কিলোমিটার অংশে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ করা হচ্ছে। কিন্তু সেই কাজ শেষ না হতেই আবার অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত দূরপাল্লার বাস, ট্রাকসহ স্থানীয় যানবাহন।
৫ ঘণ্টা আগেআসল দুধের সঙ্গে সোডা, পাম তেল, ডিটারজেন্ট, হাইড্রোজেন পার-অক্সাইডসহ বিভিন্ন উপাদান মিশিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরি করা হতো। সরবরাহ করা হতো স্থানীয় প্রাণ দুগ্ধ সংগ্রহ কেন্দ্রে। সেই দুধ চলে যেত রাজধানী ঢাকাসহ সারা দেশে।
৫ ঘণ্টা আগেগ্রামীণ এলাকায় গড়ে তোলা হয়েছে মুরগির খামার। সেই খামারের গন্ধ ছড়িয়ে পড়ছে বসতবাড়িতে। এখানেই শেষ নয়, মুরগির বিষ্ঠা ফেলা হচ্ছে গ্রামের খালে। এতে দুর্গন্ধ যেমন ছড়াচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে জলাধারের পরিবেশ। এলাকাবাসী অভিযোগ করলে দেওয়া হচ্ছে হুমকি। প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার পরও থামছে না পরিবেশদূষণ।
৫ ঘণ্টা আগে