Ajker Patrika

সাবেক এমপি বিপ্লবসহ ২৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ২৭
পুলিশের হাতে আটক সাবেক চেয়ারম্যানসহ তিনজন। ছবি: আজকের পত্রিকা
পুলিশের হাতে আটক সাবেক চেয়ারম্যানসহ তিনজন। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কুড়িগ্রাম-৪ (চিলমারী-রৌমারী-রাজিবপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বিপ্লব হাসান পলাশসহ ৫০ জনের নামে হত্যাচেষ্টার মামলা হয়েছে। গতকাল বুধবার চিলমারী মডেল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

একই দিন রাতে অভিযান চালিয়ে ওই মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশাহেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বাদী সাহেব আলী (১৯)। তিনি চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের মুদাফৎ থানা এলাকার আমিনুল ইসলামের ছেলে।

গ্রেপ্তার তিন আসামি হলেন রমনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি নুর ই এলাহী তুহিন, ছাত্রলীগ কর্মী সামিউল ইসলাম ওরফে সাগর মিয়া এবং আওয়ামী লীগ কর্মী জাকিউল ইসলাম।

মামলার এজাহারের বরাতে ওসি জানান, গত বছরের ২ আগস্ট চিলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান। এতে হামলায় বাদী সাহেব আলীসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় সাবেক এমপি বিপ্লব হাসান পলাশকে প্রধান আসামি করে মামলা হয়েছে।

ওসি মুশাহেদ খান বলেন, মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত