Ajker Patrika

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে সাড়ে ৭টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের দুর্গাপুর নামক স্থানে ঘটা ওই দুর্ঘটনায় মিনারুল ইসলাম (৩৮) নামের ওই যুবক মারা যান। 

নিহত মিনারুল নীলফামারীর জলঢাকা উপজেলার কালকুয়েত গ্রামের মো. জমশেদ আলীর ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পদক্ষেপ’-এ কর্মরত ছিলেন। 

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিরামপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এরশাদ মিয়া জানান, রোববার সকালে নীলফামারী জেলার কালকুয়েত এলাকা থেকে মিনারুল ইসলাম মোটরসাইকেলযোগে তাঁর কর্মস্থল বিরামপুর ফিরছিলেন। পথে উপজেলার দিনাজপুর-বিরামপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা মিনারুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘৯৯৯ এ কল পেয়ে থানা থেকে পুলিশ টিম ঘটনাস্থলে থেকে মিনারুলের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। শহরের যান চলাচল স্বাভাবিক রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত