Ajker Patrika

তাদের মতো বাড়ির পেছন দিয়ে ক্ষমতায় যেতে চাই না: আসাদুজ্জামান নূর 

নীলফামারী প্রতিনিধি
তাদের মতো বাড়ির পেছন দিয়ে ক্ষমতায় যেতে চাই না: আসাদুজ্জামান নূর 

সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বলেছেন, ‘তাদের মতো করে আমরা বাড়ির পিছন দিক দিয়ে ক্ষমতায় যেতে চাই না। আমরা প্রাসাদ ষড়যন্ত্র আর হত্যার রাজনীতি করি না। আজকে শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছিল। কিন্তু খালেদা জিয়ার ওপরে একবারও হামলা হয়নি। আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি না, তাই হয়নি। আমরা জনগণের শক্তিকে বিশ্বাস করি।’ 

আজ রোববার বিএনপির হরতাল, নৈরাজ্য ও পুলিশ হত্যার প্রতিবাদে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সমাবেশ তিনি এসব কথা বলেন। 

আসাদুজ্জামান নূর বলেন, ‘শুধুমাত্র দলীয় নেতা-কর্মী দিয়ে আন্দোলন হয় না। আন্দোলন তখনই হবে, যখন জনগণ আপনার সঙ্গে থাকবে। আমি মনে করি, জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে। শেখ হাসিনার সঙ্গে আছে এবং শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করে বিশৃঙ্খল রাজনৈতিক দলকে বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করবে।’ 

তিনি দলীয় নেতা–কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে, ঠিক ওইভাবে আমাদের আরেকটা যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। তবে সেই যুদ্ধ হবে গণতন্ত্রের যুদ্ধ, সেই যুদ্ধ হবে উন্নয়নের যুদ্ধ, সেই যুদ্ধ হবে জনগণ ও দেশের স্বার্থে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার যুদ্ধ। এই যুদ্ধে যেন আমরা কোন রকম অবহেলা না করি, উদাসীন না থাকি। সব সময় সচেতন থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন ইনশা আল্লাহ। আমরা ৭১ এ যেমন বিজয়ী হয়েছি, আমরা ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হয়েছি, ঠিক একইভাবে আগামীতেও বিজয়ী হব।’ 

জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রশীদ মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমুখ। 

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে আওয়ামী লীগের ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা অংশ নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ হারাল বিষধর গোখরা

দুই বন্ধুর বিচ্ছেদই কি আগুন জ্বালাল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত