কুড়িগ্রাম প্রতিনিধি
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বাড়ছে। আগামী ৪৮ ঘণ্টা জেলার অভ্যন্তর ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাত চলমান থাকার পূর্বাভাসও রয়েছে। এ অবস্থায় নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থেকে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আজ বৃহস্পতিবার কুড়িগ্রাম পাউবো থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। পাউবো নিয়ন্ত্রণ কক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ সময়ে ধরলার পানি কুড়িগ্রাম শহর (ধরলা সেতু) পয়েন্টে ১৩ সেন্টিমিটার, তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
এ ছাড়াও ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে ১১ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে সব কটি নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাউবো জানায়, অব্যাহত পানি বৃদ্ধির ফলে জেলার সব কটি নদ-নদীর পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তবে তিস্তা ছাড়া অন্য নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা নেই। তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করলে এই নদীর কুড়িগ্রাম অববাহিকার চরাঞ্চলসহ নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাতে পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ব্রহ্মপুত্র ও ধরলায় পানি বাড়লেও তা এখনো বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি দ্রুত বাড়ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। ফলে তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
প্রকৌশলী রাকিবুল হাসান আরও বলেন, তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা থাকলেও ব্রহ্মপুত্র ও অন্যান্য নদ-নদী অববাহিকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই। উজানে ভারী বৃষ্টিপাতের কারণে পানি কিছুটা বাড়বে। আগামী সোমবার নাগাদ আবারও কমতে শুরু করতে পারে।
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বাড়ছে। আগামী ৪৮ ঘণ্টা জেলার অভ্যন্তর ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাত চলমান থাকার পূর্বাভাসও রয়েছে। এ অবস্থায় নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থেকে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আজ বৃহস্পতিবার কুড়িগ্রাম পাউবো থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। পাউবো নিয়ন্ত্রণ কক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ সময়ে ধরলার পানি কুড়িগ্রাম শহর (ধরলা সেতু) পয়েন্টে ১৩ সেন্টিমিটার, তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
এ ছাড়াও ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে ১১ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে সব কটি নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাউবো জানায়, অব্যাহত পানি বৃদ্ধির ফলে জেলার সব কটি নদ-নদীর পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তবে তিস্তা ছাড়া অন্য নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা নেই। তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করলে এই নদীর কুড়িগ্রাম অববাহিকার চরাঞ্চলসহ নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাতে পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ব্রহ্মপুত্র ও ধরলায় পানি বাড়লেও তা এখনো বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি দ্রুত বাড়ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। ফলে তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
প্রকৌশলী রাকিবুল হাসান আরও বলেন, তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা থাকলেও ব্রহ্মপুত্র ও অন্যান্য নদ-নদী অববাহিকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই। উজানে ভারী বৃষ্টিপাতের কারণে পানি কিছুটা বাড়বে। আগামী সোমবার নাগাদ আবারও কমতে শুরু করতে পারে।
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
১ ঘণ্টা আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
১ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২ ঘণ্টা আগে