সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের জন্য মার্কিন ভিসা নীতি ভীতির। মার্কিন ভিসা নীতি নিয়ে আওয়ামী লীগে কোনো উদ্বেগ নেই।’
আজ সোমবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান খান এ মন্তব্য করেন। বাংলাদেশ সড়ক ফেডারেশন ও সম্মিলিত মুক্তিযোদ্ধা নীলফামারী জেলা শাখা এ সভার আয়োজন করে।
সভায় সাবেক এই মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ সম্মান বয়ে এনেছেন। মুক্তিযোদ্ধাদের ভাতা, ব্যাংক ঋণ, বীর নিবাস—এসব প্রধানমন্ত্রীর অবদান। আমরা সবচেয়ে সম্মান বোধ করি মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদা। যা একজন মুক্তিযোদ্ধার জীবনে গৌরবের বিষয়।’
শাহজাহান খান বলেন, ‘জয়বাংলা এখন জাতীয় স্লোগান। জিয়াউর রহমান ওই স্লোগান নিষিদ্ধ করেছিলেন।’ তিনি বলেন, ‘শিগগিরই বিভাগে বিভাগে মুক্তিযোদ্ধা সমাবেশ হবে। এরপর ঢাকায় জাতীয় সমাবেশ। ওই সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।’
শাহজাহান খান আরও বলেন, ‘সব সড়ক রাস্তাঘাট ও সেতু মুক্তিযোদ্ধা এবং শহীদের নামে নামকরণ হবে। এ নিয়ে আমরা কাজ করছি।’
আওয়ামী লীগের প্রেসিডিয়ামের এই সদস্য বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ২০০৭ সালে মার্কিন ভিসার জন্য আবেদন করেছিলেন। তখন মার্কিন কর্তৃপক্ষ বলেছিল, তারেক রহমান একজন ভয়ংকর মানুষ। তাঁকে আমেরিকার ভিসা দেওয়া হয়নি।’
তিনি বলেন, ‘পঁচাত্তরে জাতির জনককে সপরিবারে হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছিলেন। বঙ্গবন্ধুর আদর্শকে ধ্বংস করতে চেয়েছিলেন। মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছিল।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন বাবুল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় সদস্যসচিব ওসমান আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক, মির্জা সালাহউদ্দিন বেগ, নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কান্তি কুন্ডু, সাবেক সচিব এম আমিনুল হক প্রমুখ।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের জন্য মার্কিন ভিসা নীতি ভীতির। মার্কিন ভিসা নীতি নিয়ে আওয়ামী লীগে কোনো উদ্বেগ নেই।’
আজ সোমবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান খান এ মন্তব্য করেন। বাংলাদেশ সড়ক ফেডারেশন ও সম্মিলিত মুক্তিযোদ্ধা নীলফামারী জেলা শাখা এ সভার আয়োজন করে।
সভায় সাবেক এই মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ সম্মান বয়ে এনেছেন। মুক্তিযোদ্ধাদের ভাতা, ব্যাংক ঋণ, বীর নিবাস—এসব প্রধানমন্ত্রীর অবদান। আমরা সবচেয়ে সম্মান বোধ করি মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদা। যা একজন মুক্তিযোদ্ধার জীবনে গৌরবের বিষয়।’
শাহজাহান খান বলেন, ‘জয়বাংলা এখন জাতীয় স্লোগান। জিয়াউর রহমান ওই স্লোগান নিষিদ্ধ করেছিলেন।’ তিনি বলেন, ‘শিগগিরই বিভাগে বিভাগে মুক্তিযোদ্ধা সমাবেশ হবে। এরপর ঢাকায় জাতীয় সমাবেশ। ওই সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।’
শাহজাহান খান আরও বলেন, ‘সব সড়ক রাস্তাঘাট ও সেতু মুক্তিযোদ্ধা এবং শহীদের নামে নামকরণ হবে। এ নিয়ে আমরা কাজ করছি।’
আওয়ামী লীগের প্রেসিডিয়ামের এই সদস্য বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ২০০৭ সালে মার্কিন ভিসার জন্য আবেদন করেছিলেন। তখন মার্কিন কর্তৃপক্ষ বলেছিল, তারেক রহমান একজন ভয়ংকর মানুষ। তাঁকে আমেরিকার ভিসা দেওয়া হয়নি।’
তিনি বলেন, ‘পঁচাত্তরে জাতির জনককে সপরিবারে হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছিলেন। বঙ্গবন্ধুর আদর্শকে ধ্বংস করতে চেয়েছিলেন। মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছিল।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন বাবুল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় সদস্যসচিব ওসমান আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক, মির্জা সালাহউদ্দিন বেগ, নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কান্তি কুন্ডু, সাবেক সচিব এম আমিনুল হক প্রমুখ।
রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদা দাবির মামলায় আলোচিত মডেল মেঘনা আলমের জব্দ করা মোবাইল ও ল্যাপটপে রাষ্ট্রবিরোধী কোনো উপাদান আছে কি না তা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এই নির্দেশ দেন।
৭ মিনিট আগেপাবনার সাঁথিয়ায় ব্যবসায়ীর মাথায় খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি করতে গিয়ে দুই যুবক আটক হয়েছেন। স্থানীয় লোকজন তাঁদের ধরে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন। গতকাল সোমবার রাতে উপজেলার কাশিনাথপুর বাজারে চালপট্টির খান রাইস মিলের মালিক সামসুর রহমানের মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদা আদায়...
২৫ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় ইসদাইর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ২০টি ছোট বসতঘর। গতকাল সোমবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে একটি টিনশেড ঘরে আগুনের সূত্রপাত ঘটে। পরে আশপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগেঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাটে মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় মো. আলতাফ হোসেন (৫৭) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢোলারহাট বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। আলতাফ হোসেন সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামের আবু হানিফ মুন্সির ছেলে।
১ ঘণ্টা আগে