বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় মিজানুর রহমান (২৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার সীমান্তের ২৮৫ এস নম্বর মেইন পিলারের ১৪ নম্বর সাবপিলার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক বিরল উপজেলার বনগাঁও গ্রামের ইসরাঈল আলীর ছেলে। এর ছয় মাস আগে একইভাবে বিরল সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় আটক হয়েছিলেন তিনি।
২০ বিজিবি হিলি আইসিপি ক্যাম্প সূত্র জানায়, আটক মিজানুর রহমানের স্বীকারোক্তি মোতাবেক চলতি বছরের ২১ মার্চ (৬ মাস আগে) দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতের গঙ্গারামপুর থানার খালার বাড়িতে চিকিৎসার জন্য যান মিজানুর রহমান।
তার খালার নাম মোছা আনোয়ারা। চিকিৎসা শেষে আজ সকাল ১০টার দিকে হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশ প্রবেশ করলে সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
এ সময় তার কাছ থেকে টাকা ছাড়া মানিব্যাগ, মোবাইল চার্জার, রিয়ালমি-সি ৬৭ মোবাইল, দুটি বাংলা সিম পাওয়া যায়। আটক ব্যক্তিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া আজকের পত্রিকাকে বলেন, হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় মিজানুর রহমান (২৯) নামের এক বাংলাদেশি যুবককে বিজিবি আটক করে। তার বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা রুজু করা হবে।
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় মিজানুর রহমান (২৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার সীমান্তের ২৮৫ এস নম্বর মেইন পিলারের ১৪ নম্বর সাবপিলার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক বিরল উপজেলার বনগাঁও গ্রামের ইসরাঈল আলীর ছেলে। এর ছয় মাস আগে একইভাবে বিরল সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় আটক হয়েছিলেন তিনি।
২০ বিজিবি হিলি আইসিপি ক্যাম্প সূত্র জানায়, আটক মিজানুর রহমানের স্বীকারোক্তি মোতাবেক চলতি বছরের ২১ মার্চ (৬ মাস আগে) দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতের গঙ্গারামপুর থানার খালার বাড়িতে চিকিৎসার জন্য যান মিজানুর রহমান।
তার খালার নাম মোছা আনোয়ারা। চিকিৎসা শেষে আজ সকাল ১০টার দিকে হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশ প্রবেশ করলে সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
এ সময় তার কাছ থেকে টাকা ছাড়া মানিব্যাগ, মোবাইল চার্জার, রিয়ালমি-সি ৬৭ মোবাইল, দুটি বাংলা সিম পাওয়া যায়। আটক ব্যক্তিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া আজকের পত্রিকাকে বলেন, হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় মিজানুর রহমান (২৯) নামের এক বাংলাদেশি যুবককে বিজিবি আটক করে। তার বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা রুজু করা হবে।
‘আমেরিকায় গিয়ে পড়া হলো না তানভীরের’ বলে বারবার বিলাপ করছেন তানভীরের মা লিপি বেগম। রাজধানীর দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তে প্রাণ হারিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র তানভীর। ক্লাসের ফার্স্ট বয় তানভীর সব বিষয়ে এ প্লাস পেত। ভালো ছবিও আঁকত সে। ছেলের গুণের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়
৮ মিনিট আগেদেশটা যেভাবে চলে এসেছে, এর ওপর বাংলাদেশের আপামর জনগণ সন্তুষ্ট নয়। ক্ষুব্ধ, অসন্তুষ্ট। এই ক্ষোভের আগুন মেটানো আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব। কিন্তু জমিনে আমাদের চেষ্টা করতে হবে। সেই চেষ্টার গুরুত্বপূর্ণ একটি চেষ্টা ছিল ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ।
১৪ মিনিট আগেবরিশালের ব্রজমোহন (বিএম) কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এম মওদুদ আহমেদের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি, উত্ত্যক্ত ও প্রাইভেট পড়তে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গঠিত চার সদস্যের তদন্ত কমিটি আজ মঙ্গলবার সংশ্লিষ্ট চিঠি পেয়েছে।
২৯ মিনিট আগে