এম মেহেদী হাসিন ও গোলাম কবীর বিলু, রংপুর ও পীরগঞ্জ
রংপুরের পীরগঞ্জে প্রান্তিক খামারিদের জন্য সরকারি প্রণোদনা বণ্টনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সহায়তা উপযুক্ত ব্যক্তিদের না দিয়ে সচ্ছল, ইটভাটা ও শো–রুমের মালিকের মতো ব্যক্তিদেরও দেওয়া হয়েছে। ক্ষুব্ধ খামারিরা এ ঘটনা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।
রংপুর জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানায়, করোনায় ক্ষতিগ্রস্ত খামারিদের প্রণোদনার আওতায় আনা হয়। এর মধ্যে যাঁদের এক থেকে পাঁচটি গরু রয়েছে তাঁদের জন্য ১০ হাজার আর যাঁদের ছয় বা তার বেশি গরু রয়েছে তাঁদের জন্য ২০ হাজার টাকা বরাদ্দ ছিল।
এই প্রণোদনা পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নে দেওয়া হয়েছে ১৮২ জনকে। এ ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন খামারিরা।
মিঠিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান অভিযোগ করেন, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে তোজাম্মেল হক নামের এক ব্যক্তিকে তালিকা করতে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তোজাম্মেল গরিব খামারিদের নাম দেননি। টাকা নিয়ে ধনী ব্যক্তিদের নাম পাঠিয়েছেন।
গবরা কুতুবপুর গ্রামে গিয়ে কথা হয় জমিলা বেগম নামের এক খামারির সঙ্গে। তাঁর বাড়িতে রয়েছে পাঁচটি গরু। তিনি দাবি করেন, টাকা না দিতে পারায় প্রণোদনার তালিকায় তাঁর নাম যুক্ত করা হয়নি। তাঁকে না দিয়ে যাঁদের অনেক টাকা আছে তাঁদের ঘরে প্রণোদনা গেছে।
সোহরাব আলী নামের এক খামারি দাবি করেন, তালিকায় নাম আনার জন্য তাঁর কাছে তিন হাজার টাকা দাবি করা হয়েছিল। কিন্তু দিতে না পারায় তিনি প্রণোদনা পাননি।
বঞ্চিতরা জানান, মোহাম্মদ আলী নামে একজনকে প্রণোদনা দেওয়া হয়েছে। সচ্ছল এই ব্যক্তির ২০ বিঘা জমি আছে। তিনি দুটি গরুর ওপর ১০ হাজার টাকা প্রণোদনা পেয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ আলী বলেন, আমি কারও কাছে প্রণোদনার জন্য যাইনি। তোজাম্মেল আমার প্রতিবেশী। সে তালিকায় আমার নাম দিয়েছে।’
আরেক ব্যক্তি ইসাহাক আলীর একটি ইটভাটা ও ইলেক্ট্রনিক পণ্যের শো–রুম রয়েছে। তিনিও প্রণোদনার টাকা পেয়েছেন। ইসাহাক বলেন, ‘আমি পোল্ট্রি খামারের ওপর ১৬ হাজার টাকা পেয়েছি। তবে কাউকে ঘুষ দিতে হয়নি। তোজাম্মেলের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় প্রণোদনা পেয়েছি।’
তবে তোজাম্মেল হক বলেন, ‘অভিযোগ সত্য নয়। আমি সঠিকভাবে তালিকা দিয়েছি। যারা প্রণোদনা পায়নি তারা আমার নামে মিথ্যা কথা ছড়াচ্ছে।’
এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. সিরাজুল হক বলেন, ‘প্রণোদনার জন্য খামারি নির্বাচনে যদি কোনো ধরনের ভুল বা অনিয়মের অভিযোগ ওঠে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
রংপুরের পীরগঞ্জে প্রান্তিক খামারিদের জন্য সরকারি প্রণোদনা বণ্টনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সহায়তা উপযুক্ত ব্যক্তিদের না দিয়ে সচ্ছল, ইটভাটা ও শো–রুমের মালিকের মতো ব্যক্তিদেরও দেওয়া হয়েছে। ক্ষুব্ধ খামারিরা এ ঘটনা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।
রংপুর জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানায়, করোনায় ক্ষতিগ্রস্ত খামারিদের প্রণোদনার আওতায় আনা হয়। এর মধ্যে যাঁদের এক থেকে পাঁচটি গরু রয়েছে তাঁদের জন্য ১০ হাজার আর যাঁদের ছয় বা তার বেশি গরু রয়েছে তাঁদের জন্য ২০ হাজার টাকা বরাদ্দ ছিল।
এই প্রণোদনা পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নে দেওয়া হয়েছে ১৮২ জনকে। এ ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন খামারিরা।
মিঠিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান অভিযোগ করেন, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে তোজাম্মেল হক নামের এক ব্যক্তিকে তালিকা করতে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তোজাম্মেল গরিব খামারিদের নাম দেননি। টাকা নিয়ে ধনী ব্যক্তিদের নাম পাঠিয়েছেন।
গবরা কুতুবপুর গ্রামে গিয়ে কথা হয় জমিলা বেগম নামের এক খামারির সঙ্গে। তাঁর বাড়িতে রয়েছে পাঁচটি গরু। তিনি দাবি করেন, টাকা না দিতে পারায় প্রণোদনার তালিকায় তাঁর নাম যুক্ত করা হয়নি। তাঁকে না দিয়ে যাঁদের অনেক টাকা আছে তাঁদের ঘরে প্রণোদনা গেছে।
সোহরাব আলী নামের এক খামারি দাবি করেন, তালিকায় নাম আনার জন্য তাঁর কাছে তিন হাজার টাকা দাবি করা হয়েছিল। কিন্তু দিতে না পারায় তিনি প্রণোদনা পাননি।
বঞ্চিতরা জানান, মোহাম্মদ আলী নামে একজনকে প্রণোদনা দেওয়া হয়েছে। সচ্ছল এই ব্যক্তির ২০ বিঘা জমি আছে। তিনি দুটি গরুর ওপর ১০ হাজার টাকা প্রণোদনা পেয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ আলী বলেন, আমি কারও কাছে প্রণোদনার জন্য যাইনি। তোজাম্মেল আমার প্রতিবেশী। সে তালিকায় আমার নাম দিয়েছে।’
আরেক ব্যক্তি ইসাহাক আলীর একটি ইটভাটা ও ইলেক্ট্রনিক পণ্যের শো–রুম রয়েছে। তিনিও প্রণোদনার টাকা পেয়েছেন। ইসাহাক বলেন, ‘আমি পোল্ট্রি খামারের ওপর ১৬ হাজার টাকা পেয়েছি। তবে কাউকে ঘুষ দিতে হয়নি। তোজাম্মেলের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় প্রণোদনা পেয়েছি।’
তবে তোজাম্মেল হক বলেন, ‘অভিযোগ সত্য নয়। আমি সঠিকভাবে তালিকা দিয়েছি। যারা প্রণোদনা পায়নি তারা আমার নামে মিথ্যা কথা ছড়াচ্ছে।’
এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. সিরাজুল হক বলেন, ‘প্রণোদনার জন্য খামারি নির্বাচনে যদি কোনো ধরনের ভুল বা অনিয়মের অভিযোগ ওঠে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে